<p>দক্ষিণের ‘হিটমেশিন’খ্যাত পরিচালক অ্যাটলি বলিউডে পা রেখেছেন। শাহরুখ খানের সঙ্গে করেছেন ‘জওয়ান’। আর বলিউডে প্রথম সিনেমাতেই বাজিমাত অ্যাটলির। বলিউডের সর্বোচ্চ আয় করা সিনেমার তালিকায় উঠে এসেছিল অ্যাটলি-শাহরুখের ‘জওয়ান’। শাহরুখের সঙ্গে জুটি বেঁধে সাফল্যের পর এবার বলিউডের আরেক খান সালমান খানকে নিয়ে সিনেমা করতে যাচ্ছেন এই পরিচালক। সেই সিনেমায় আরো থাকছেন রজনীকান্ত ও কমল হাসানের মতো বর্ষীয়ান তারকা!</p> <p>সম্প্রতি পিংকভিলার সঙ্গে সাক্ষাৎকারে অ্যাটলি বলেন, “নতুন সিনেমার স্ক্রিপ্ট মোটামুটি রেডি। ঈশ্বরের আশীর্বাদে খুব তাড়াতাড়ি নতুন সিনেমার কাজ শুরু হয়ে যাবে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী সিনেমা ‘এ-৬’ (এখনো নাম ঠিক হয়নি) আপনি শুধু সালমান খান নয়, দেখতে পাবেন রজনীকান্ত এবং কমল হাসানকেও।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মাদককাণ্ডে ফেঁসে যাচ্ছেন শীর্ষ তিন অভিনেত্রী" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/19/1734593409-639151be911a967882352190182be893.png" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মাদককাণ্ডে ফেঁসে যাচ্ছেন শীর্ষ তিন অভিনেত্রী</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/19/1459120" target="_blank"> </a> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ভয়ংকর মাদকে আসক্ত তিশা-টয়া-সাফা ও সুনিধি, সাংকেতিক অক্ষরে চলে কেনাবেচা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/19/1734588485-93e15c0bf62683d8bdfac34ef8fd7fcd.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ভয়ংকর মাদকে আসক্ত তিশা-টয়া-সাফা ও সুনিধি, সাংকেতিক অক্ষরে চলে কেনাবেচা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/19/1459105" target="_blank"> </a> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="প্রেমিকের প্রসঙ্গ তুলতেই বিরক্ত হলেন শ্রদ্ধা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/19/1734602238-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>প্রেমিকের প্রসঙ্গ তুলতেই বিরক্ত হলেন শ্রদ্ধা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/19/1459153" target="_blank"> </a></div> </div> </div> </div> </div> </div> <p>‘এ-৬’ নিয়ে পরিচালক আরো বলেন, ‘এই সিনেমাটি নিয়ে অনেক আশা-আকাঙ্ক্ষা রয়েছে। তবে আপনাদের সবার কাছে একটাই অনুরোধ, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যেন সবকিছু ঠিকঠাক থাকে এবং সঠিক সময়ে কাজ শুরু করতে পারি আমি।’</p> <p>এদিকে ২৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে অ্যাটলি প্রযোজিত বলিউডের আরেক চলচ্চিত্র ‘বেবি জন’। এটি বলিউডে জওয়ানের পর অ্যাটলির দ্বিতীয় প্রজেক্ট। তবে এবার পরিচালনায় নয়, প্রযোজকের ভূমিকায় রয়েছেন অ্যাটলি। সিনেমাটিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন বরুণ ধাওয়ান। আরো রয়েছেন কীর্তি সুরেশ, জ্যাকি শ্রফ, ওয়ামিকা গাব্বি। একটি বিশেষ চরিত্রে ক্যামিও দিয়েছেন সালমান খানও।</p>