<p style="text-align:justify">বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, পরিকল্পিতভাবে গোষ্ঠী বিশেষ বস্তিবাসীর ওপর অত্যাচার চালিয়ে এসেছে। সে ধারাবাহিকতায় কড়াইল বস্তিতে বারবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব অগ্নিকাণ্ড কোনো দুর্ঘটনা নয়, বরং সবগুলো ছিল রহস্যজনক।</p> <p style="text-align:justify">তিনি অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করে দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানান।</p> <p style="text-align:justify">আজ বৃহস্পতিবার রাজধানীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। অগ্নিদুর্গত এলাকা ঘুরে ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথাও বলেন তিনি।</p> <p style="text-align:justify">এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী জামায়াতের উত্তরের সহকারী সেক্রেটারি ইয়াছিন আরাফাত, গুলশান পশ্চিম থানা আমির মাহমুদুর রহমান আজাদ, থানা কর্মপরিষদ সদস্য আব্দুল্লাহ আল মামুন, হেলাল উদ্দিন প্রমুখ।</p> <p style="text-align:justify">সেলিম উদ্দিন বলেন, ‘গণ মানুষের সকল সমস্যা সমাধানের দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু দেশে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত না থাকায় নাগরিকরা রাষ্ট্রের কল্যাণ থেকে বঞ্চিত হচ্ছেন।’</p> <p style="text-align:justify">তিনি বলেন, ‘রাজনীতি মানুষের জন্য, একথা বলেই রাজনীতিবিদদের দায়িত্ব শেষ করলে চলবে না। বরং তা বাস্তবে প্রমাণ করতে হবে। কোন রাজনৈতিক দল মানুষের জন্য কল্যাণকামী সেদিকে সবাইকে খেয়াল রাখা উচিত। যারা কথা ও কাজের মধ্যে মিল রাখেন না তারা অবশ্যই ধোঁকাবাজ। তাই ধোঁকাবাজদের সম্পর্কে সকলকে সব সময় সতর্ক থাকতে হবে। আমরা অগ্নিদুর্গতদের জন্য সব ধরনের সহযোগিতা দেব এবং তাদের জন্য গৃহনির্মাণের চিন্তাও আমাদের রয়েছে। যাতে তারা বস্তি ছেড়ে স্বস্তিদায়ক পরিবেশে জীবন অতিবাহিত করতে পারেন।’</p>