<p>নতুন আরো তিনটি মামলায় রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদকে গ্রেপ্তার দেখানো হয়েছে। </p> <p>বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে নেওয়া হয়। এ সময় তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসাদুজ্জামান আসাদকে মামলাগুলোতে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। </p> <p>রাজশাহী জেলা পুলিশের আদালত পরিদর্শকের (জিআরও) কার্যালয় সূত্রে এসব তথ্য জানা যায়। নতুন করে গ্রেপ্তার দেখানো মামলাগুলোর সবকটিতেই এজহারভুক্ত আসামি ছিলেন আসাদ।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="২০২৫ সালের মধ্যেই জাতীয় নির্বাচন সম্ভব" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/19/1734611302-88251dcfdda65e66b671d1f6fd54e29f.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>২০২৫ সালের মধ্যেই জাতীয় নির্বাচন সম্ভব</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/12/19/1459200" target="_blank"> </a></div> </div> <p>জিআরও কার্যালয় জানায়, ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে এই তিনটি মামলার সবগুলোই দায়ের হয়েছিল মোহনপুর থানায়। এর মধ্যে একটি ২৫ আগস্ট ও দুটি ২১ আগস্ট দায়ের হয়। এসব মামলায় গ্রেপ্তার দেখাতে তাকে রাজশাহীর মোহনপুর থানার আমলী আদালতে তোলা হয়েছিল। আদালতে এ দিন আসাদুজ্জামান আসাদের আইনজীবীরা তার জামিনের আবেদন করেছিলেন। তবে শুনানি শেষে আদালতের বিচারক মো. হাদিউজ্জামান জামিন নামঞ্জুর করেন।</p> <p>আসাদের আইনজীবী শামীম আখতার হৃদয় বলেন, ‘আমাদের জামিনের আবেদন নামঞ্জুর হয়েছে। আসামিকে আবার কারাগারে পাঠানো হয়েছে। এ পর্যন্ত মোট সাতটি মামলায় আসাদুজ্জামান আসাদকে গ্রেপ্তার দেখানো হলো।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ব্যাংকে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, অর্থও খোয়া যায়নি : র‍্যাব" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/19/1734610391-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ব্যাংকে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, অর্থও খোয়া যায়নি : র‍্যাব</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/dhaka/2024/12/19/1459195" target="_blank"> </a></div> </div> <p>আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৬ অক্টোবর ঢাকায় গ্রেপ্তার হন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। গত ৫ ডিসেম্বর তাকে আদালতে তোলা হলে আওয়ামী লীগের কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দেন। পরে ১২ ডিসেম্বর তাকে আদালতে আনা হলে উত্তেজিত জনতা তাকে লক্ষ্য করে ডিম, ইটপাটকেল ও বালু নিক্ষেপ করেন। এ জন্য বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) তাকে আদালতে তোলার সময় সতর্ক অবস্থায় ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।</p>