<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজশাহী-নওগাঁ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশাচালকরা। গতকাল বুধবার দুপুর ১টা থেকে পবার নওহাটার ব্রিজ এলাকায় মহাসড়কে অবরোধ করেন তাঁরা। এতে রাজশাহী-নওগাঁ রুটে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে। নওগাঁ থেকে ছেড়ে আসা বাস রাজশাহীর মোহনপুর পর্যন্ত এসে আবার নওগাঁয় ফিরে যাচ্ছে। এ ছাড়া সড়কে অন্য যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। অটোরিকশাচালকদের সঙ্গে বাস শ্রমিকদের দ্বন্দ্বের জেরে এই বিক্ষোভ হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অটোরিকশাচালকরা জানান, গতকাল সকালে রাজশাহীর রেলগেট এলাকায় সিএনজিস্ট্যান্ডে এসে বাস শ্রমিকরা তাঁদের ওপর আক্রমণ করে তাঁদের বহু সিএনজি ভাঙচুর ও চালকদের আহত করেছে। অটোরিকশাচালকরা বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তানোরের সিএনজিচালকদের গণ্ডগোলের সূত্র ধরে আমাদের ওপর তাদের হামলার ঘটনা ন্যক্কারজনক। আমরা এর সুষ্ঠু তদন্ত সাক্ষেপে বিচার দাবি করছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসন এর বিচার করতে না পারলে আমরা লাগাতার আন্দোলনে যাব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p>