<p>পাবনা সদর উপজেলায় অবৈধভাবে বালু বহনকারী ট্রলির চাপায় মাসুদ রানা নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভাড়ারা ইউনিয়নের শ্রীপুর বাজারের সামনে এ ঘটনা ঘটে। </p> <p>এ ঘটনায় অভিযুক্ত চালককে আটক করেছে পুলিশ। মাসুদ রানা সুজানগর উপজেলার কামালপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।</p> <p>আহসান হাবিব আকাশ, সুমন হোসেন, পিয়াসসহ স্থানীয়রা জানায়, ট্রলিটি ভাড়ারা থেকে বালু নিয়ে ওই এলাকায় নামিয়ে আবার বালুমহালে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। </p> <p>তারা আরো বলেন, ‘সরকার পতনের পর এলাকায় বালু উত্তোলন বন্ধ ছিল কিন্তু সম্প্রতি আবারও বালু উত্তোলন শুরু হওয়ায় রাস্তায় বালু বহনকারী যানবাহন বেড়েছে। বালু বহনকারী গাড়িগুলো বেপরোয়াভাবে চলাচল করে।’</p> <p>পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, দুপুরে পাবনা থেকে কামালপুর পুলিশ ফাঁড়িতে যাচ্ছিলেন মাসুদ রানা। এ সময় শ্রীপুরে পৌঁছালে পেছন থেকে চাপা দেয় ট্রলিটি। এতে ঘটনাস্থলেই মারা যান রানা।</p> <p>তিনি জানান, মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। চালককে আটক করেছে পুলিশ। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।</p>