<p>দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পৌর খুচরা বাজারসহ আশপাশের বাজারগুলোতে সবজির দাম কমতে শুরু করেছে। দীর্ঘদিনের সবজির উচ্চমূল্যে বিপাকে থাকা সাধারণ মানুষ এখন কিছুটা স্বস্তি পাচ্ছেন। স্বল্প মূল্যে বিভিন্ন প্রকার সবজি কিনতে পেরে ক্রেতাদের মুখে ফুটেছে স্বস্তির হাসি।</p> <p>আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বীরগঞ্জ পৌর বাজার ও পাইকারি আড়ত ঘুরে দেখা যায়, দেশি নতুন পেঁয়াজ খুচরা বাজারে প্রতি কেজি ৬০ টাকা এবং পাইকারি আড়তে  ৫০ থেকে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। দেশি নতুন আলু খুচরা বাজারে প্রতি কেজি ৬০ টাকা এবং আড়তে ৫৫ টাকা এবং  সাদা আলু (ডায়মন্ড) খুচরায় ৫০ টাকা এবং আড়তে ৪৫ টাকায় পাওয়া যাচ্ছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কয়েক হাজার বাদুড় বদলে ফেলেছে একটি গ্রামের নাম" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/19/1734589690-794cdb9c73f8c687c66ee249c67e263a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কয়েক হাজার বাদুড় বদলে ফেলেছে একটি গ্রামের নাম</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/19/1459110" target="_blank"> </a></div> </div> <p>ভালো মানের বেগুন খুচরা বাজারে প্রতি কেজি ৩০ টাকা এবং আড়তে ২০ থেকে ২৫ টাকায় বিক্রি হচ্ছে। শিম প্রতি কেজি খুচরায় ৪০ টাকা এবং আড়তে ৩৫ টাকা। গাজর খুচরায় ৫০ টাকা এবং আরতে ৪৫ টাকা। বাঁধাকপি এবং ফুলকপি খুচরায় প্রতি কেজি ২০ টাকা এবং আড়তে ১৩ থেকে ১৫ টাকায় বিক্রি হচ্ছে।</p> <p>টমেটোর দাম প্রতি কেজি খুচরায় ৬০ টাকা এবং আড়তে ৫৫ টাকা। নতুন আদা খুচরায় ১২০ টাকা এবং আড়তে ১০০ টাকা। কাঁচা মরিচ প্রতি কেজি  খুচরায় ৫০ টাকা এবং আড়তে ৪০ টাকা। মূলা প্রতি কেজি খুচরায় ১৫ টাকা এবং আড়তে ১০ টাকায় বিক্রি হচ্ছে।</p> <p>পৌর বাজারের কাঁচামাল খুচরা বিক্রেতা মো. মোজাম্মেল হক জানান, সবজির সরবরাহ বাড়ার ফলে বাজারে দাম কমতে শুরু করেছে।</p> <p>সুজালপুর ইউনিয়নের চাকাই গ্রামের ক্রেতা মো. নুরুল ইসলাম বলেন, ‘আগের চেয়ে সবজির দাম অনেক কমেছে, যা দেখে খুব খুশি লাগছে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মোটরসাইকেলের বেপরোয়া গতি কেড়ে নিল তরুণের জীবন, আহত ৩" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/19/1734579595-d99119ca42e35bfa7fbc7fba9ab1d88a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মোটরসাইকেলের বেপরোয়া গতি কেড়ে নিল তরুণের জীবন, আহত ৩</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/19/1459079" target="_blank"> </a></div> </div> <p>সবজির দাম কমায় বাজারে ক্রেতাদের উপস্থিতি বেড়েছে। বিক্রেতারাও সন্তুষ্ট, কারণ বিক্রি আগের তুলনায় ভালো হচ্ছে। বাজারে এভাবে দাম সহনীয় থাকলে সাধারণ মানুষের জন্য এটি হবে বড় ধরনের স্বস্তির বিষয়।</p>