<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পর্যটন শহর কক্সবাজারে হতে যাচ্ছে বিজয় দিবস হাফ ম্যারাথন। ২১ কিলোমিটার দূরত্বের এই ম্যারাথন আগামী ২৮ ডিসেম্বর কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের কক্সবাজার ভাঙ্গারমুখ থেকে ইনানির বে ওয়াচ হেলিপ্যাড পর্যন্ত সড়কে অনুষ্ঠিত হবে। আশা করা হচ্ছে, এই ম্যারাথনে ছয় শতাধিক ম্যারাথনার অংশ নেবেন। এতে অর্ধশতাধিক সেনা সদস্য অংশগ্রহণ করবেন। মহান বিজয় দিবস উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনী যৌথভাবে এই ম্যারাথনের আয়োজন করছে। কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন গতকাল এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন। জেলা প্রশাসক নিজেইরেজিস্ট্রেশন করে এই কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু করেন।</span></span></span></span></span></p>