<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ জরিপ অধিদপ্তরে বাস্তবায়নাধীন </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশের উপজেলাসমূহের ডিজিটাল মানচিত্র প্রণয়ন</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> শীর্ষক প্রকল্পের সেমিনার গতকাল বুধবার রাজশাহীর গ্র্যান্ড রিভার হোটেলে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে রাজশাহীর বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব খোন্দকার আজিম আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফজলুর রহমান উপস্থিত ছিলেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জরিপ অধিদপ্তরের সার্ভেয়ার জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল নুর-এ-আলম মোহাম্মদ যোবায়ের সারোয়ার। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আইএসপিআর জানায়, সার্ভেয়ার জেনারেল অব বাংলাদেশ সভাপতির বক্তব্যে বাংলাদেশ জরিপ অধিদপ্তরের কার্যাবলি এবং জাতীয় উন্নয়নে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশের উপজেলাসমূহের ডিজিটাল মানচিত্র (টপোগ্রাফিক) প্রণয়ন</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> শীর্ষক প্রকল্প সম্পর্কে আলোকপাত করেন এবং দেশের উন্নয়নে উপজেলা ম্যাপের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সেমিনারের প্রধান অতিথি খোন্দকার আজিম আহমেদ বলেন, এই প্রকল্পের মাধ্যমে দেশের সব উপজেলার টপোগ্রাফিক মানচিত্রের ভৌগোলিক তথ্য-উপাত্ত সংগ্রহপূর্বক জিআইএস ডাটাবেইস এবং ডিজিটাল টপোগ্রাফিক মানচিত্র প্রস্তুত করা হচ্ছে, যা দেশের টেকসই উন্নয়ন ও আর্থ-সামাজিক উন্নয়নের জন্য অপরিহার্য।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিশেষ অতিথি তাঁর বক্তব্যে বর্তমান তথ্য-প্রযুক্তির যুগে জিআইএস ডাটাবেইস ও ডিজিটাল মানচিত্র খুবই গুরুত্ব বহন করবে বলে অভিমত প্রকাশ করেন। তিনি বলেন, স্থানীয় পর্যায়ে সুষ্ঠু পরিকল্পনা, ব্যবস্থাপনা ও সিদ্ধান্ত গ্রহণের জন্য জিআইএস ডাটা অপরিহার্য। তিনি আশা প্রকাশ করেন, ডিজিটাল মানচিত্রের মাধ্যমে ডাটা প্রদর্শন এবং তথ্যকে সাধারণ মানুষের কাছে আরো সহজবোধ্য করে তোলা যাবে।</span></span></span></span></span></p>