<p>সিরাজগঞ্জ সদর উপজেলার একটি রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে ৩৩৪ গ্রাম হেরোইনসহ এক যুবককে আটক করেছে র‌্যাব। আটক মো. মোরছালিন (২১) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাজিতপুরের ফরজেন আলীর ছেলে।</p> <p>আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে র‌্যাব-১২ সদর কম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বাগেরহাটের কচুয়ায় ১৪৪ ধারা জারি" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/17/1734420456-794cdb9c73f8c687c66ee249c67e263a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বাগেরহাটের কচুয়ায় ১৪৪ ধারা জারি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/17/1458376" target="_blank"> </a></div> </div> <p>বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে র‌্যাবের পক্ষ থেকে মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় মাদককারবারি মোরছালিনকে আটকের পর তার পরিহিত চামড়ার জুতার ভেতর থেকে ৩৩৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।</p>