<p>পর্যটন শহর কক্সবাজারে হতে যাচ্ছে বিজয় দিবস হাফ ম্যারাথন। ২১ কিলোমিটার দূরত্বের এই ম্যারাথন আগামী ২৮ ডিসেম্বর কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের কক্সবাজার ভাঙ্গারমুখ থেকে ইনানির বে ওয়াচ হেলিপ্যাড পর্যন্ত সড়কে অনুষ্ঠিত হবে। আশা করা হচ্ছে, এই ম্যারাথনে ৬ শতাধিক মানুষ অংশ নেবেন। এতে অর্ধশতাধিক সেনাসদস্যও অংশগ্রহণ করবেন।</p> <p>মহান বিজয় দিবস উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনী যৌথভাবে এই ম্যারাথনের আয়োজন করছে। কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বুধবার (১৮ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন। জেলা প্রশাসক নিজেই হাফ ম্যারাথনে অংশগ্রহণের রেজিস্ট্রেশন করে এই কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু করেন।</p> <p>তিনি জানান, এই ম্যারাথনে ১৮ থেকে ৪৫ বছর নারী ও পুরুষ আলাদা বিভাগে এবং ৪৫ বছরের ঊর্ধ্ব বয়স বিভাগে প্রতিযোগীরা অংশ নিতে পারবেন। আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে অংশগ্রহণকারীরা রেজিস্ট্রেশন করতে পারবেন।</p> <p>সূত্র মতে, ম্যারাথনে প্রথম বিজয়ী পাবেন ৫০ হাজার টাকা, দ্বিতীয় বিজয়ী পাবেন ৩০ হাজার টাকা ও তৃতীয় বিজয়ী পাবেন ২০ হাজার টাকা। প্রতি বিভাগেই এই পুরস্কার দেওয়া হবে।</p> <p>জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, ‘এই ম্যারাথনের মাধ্যমে সৌহার্দ্য ও দেশপ্রেমের বার্তা পৌঁছে দেওয়া হবে।’</p> <p>সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) ইয়ামিন হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসিম উদ্দিন চৌধুরী, কক্সবাজার প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী প্রমুখ।</p>