<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চট্টগ্রাম আদালতের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার ১০ জনকে বিস্ফোরক আইনের অন্য একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। কোতোয়ালি থানা পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার এই আদেশ দেন চট্টগ্রামের ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত। আসামিরা হলেন চন্দন দাস, আমান দাস, রুমিত দাস, নয়ন দাস, গগন দাস, বিশাল দাস, রাজীব ভট্টাচার্য, দুর্লভ দাস, সুমিত দাস ও সনু দাস।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, গ্রেপ্তার দেখানো সবাই আলিফ হত্যা মামলার আসামি। গত ২৯ নভেম্বর হত্যা মামলাটি কোতোয়ালি থানায় রেকর্ড হয়। একই দিন আলিফের ভাই খানে আলম বাদী হয়ে বিস্ফোরক আইনে একটি মামলা করেছিলেন। যেটিতে সবাইকে গ্রেপ্তার দেখানো হয়েছে।</span></span></span></span></span></p>