<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মো. ওয়াজেদ সীমান্তর মৃত্যুর ঘটনায় জড়িত প্রধান আসামি ছিনতাইকারী অনিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার। এর আগে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে শহরের দেওভোগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত সুইচ গিয়ার ও সীমান্তর ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সীমান্তকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় আমরা একজনকে গ্রেপ্তার করেছি। গ্রেপ্তার অনিকের বিরুদ্ধে ছিনতাই, ডাকাতির প্রস্তুতি, মাদকসহ আটটি মামলা রয়েছে। এ ঘটনায় আরো কয়েকজন জড়িত রয়েছেন। আমরা প্রাথমিকভাবে তিনজনের নাম জানতে পেরেছি। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p>