<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিজিবি (তৎকালীন বিডিআর) সদর দপ্তর রাজধানীর পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডের সঠিক বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) আজ বৃহস্পতিবার অভিযোগ করবেন সেখানে নির্মমভাবে হত্যার শিকার সেনা সদস্যদের স্বজনরা। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল বুধবার রাতে এ তথ্য জানিয়েছেন শহীদ সেনাদের পরিবারের সদস্যরা। তাঁরা জানিয়েছেন, আজ দুপুর ১টায় সুপ্রিম কোর্টে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই অভিযোগ করা হবে। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে এই ঘটনা আলোড়ন তোলে।  এ হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ অনুসন্ধানে পাঁচ কর্মদিবসের মধ্যে পুনঃ তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>