<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপশহরে আলাদা স্থানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে চারজন নিহত হয়েছে। টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে নিহত হয়েছেন এক মসজিদের ইমাম ও মুয়াজ্জিন। এ ছাড়া মেহেরপুর ও রাজবাড়ীর গোয়ালন্দে একজন করে দুজন নিহত এবং আটজন আহত হয়। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে :</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রূপগঞ্জ (নারায়ণগঞ্জ</span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">) : রূপগঞ্জের পূর্বাচল উপশহরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুর রউফ ও শিপন নামের দুই আরোহী নিহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে পূর্বাচল উপশহরের ৩ নম্বর সেক্টরের ভুইয়াবাড়ি সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তবে তাঁরা যমুনা ফিউচার পার্ক মার্কেটের মোবাইল ব্যবসায়ী ছিলেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে একই দিনে পূর্বাচলের ২ নম্বর সেক্টরের ৪ নম্বর সেতুর লেক থেকে শাহিনুর রশীদ কাব্য নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। এর আগের দিন একই স্থান থেকে শিক্ষার্থী সুজানার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, উচ্চগতিতে মোটরসাইকেল চালানোতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের মৃত্যু হয়। লেকের পানি থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। তবে নিহতদের পরিবারের দাবি, এই মৃত্যু রহস্যজনক। পুলিশ যেন তদন্ত করে রহস্য উদঘাটন করে। নিহত সুজানা রাজধানীর ভাসানটেক সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী এবং কচুক্ষেত এলাকার মৃত আব্বাস মিয়ার মেয়ে। নিহত শাহীনুর রহমান কাব্য আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী এবং কচুক্ষেত এলাকার বউবাজার এলাকার হারুনুর রশীদের ছেলে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">টাঙ্গাইল ও মধুপুর : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">টাঙ্গাইল</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে মধুপুর উপজেলার বড়বাইদ এতিমখানার কাছে গতকাল ভোরে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রামকৃষ্ণবাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ হাবিবুর রহমান (২০) ও মুয়াজ্জিন হাফেজ হাসান সিরাজী (১৮) নিহত হয়েছেন। নিহত হাবিবুর রহমান শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার শালুচুড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে এবং হাসান সিরাজী টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মুরাদপট্টি চৌহালীপাড়া গ্রামের শহিদুল সিকদারের ছেলে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মেহেরপুর : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মেহেরপুর</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">-কুষ্টিয়া সড়কের গাড়াডোব নামক স্থানে দুটি মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক নারী আইনজীবীর মৃত্যু হয়েছে। নিহত রোমানা মেহেরপুর শহরের কাশ্যবপাড়ার মৃত খোকন আলীর মেয়ে। তিনি ঢাকা জেলা জজ আদালতে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরো তিনজন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গোয়ালন্দ (রাজবাড়ী</span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">) : গোয়ালন্দে যাত্রীবাহী বাসের চাপায় ভ্যানের আরোহী জাহাঙ্গীর হোসেন নামের এক রাজমিস্ত্রি নিহত ও পাঁচজন নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। নিহত জাহাঙ্গীর রাজবাড়ী সদর থানার দাদশী ইউনিয়নের সমেশপুর গ্রামের সোনামুদ্দিন মোল্লার ছেলে। গত মঙ্গলবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলার মকবুলের তেদাকান নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।</span></span></span></span></span></p>