<p style="text-align:justify">আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে হওয়া উচিত তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছুটা মতভিন্নতা আছে। দলগুলোর শীর্ষ পর্যায়ের নেতারা নির্বাচন অনুষ্ঠানের ‘সময়’ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন।</p> <p style="text-align:justify">বিএনপি বলেছে, অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজন করতে চাইলে চার থেকে ছয় মাসের বেশি সময় লাগার কথা নয়। সিপিবির মতে, সরকার আন্তরিক হলে ২০২৫ সালের ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব। সুনির্দিষ্ট সময় উল্লেখ না করলেও নির্বাচনের জন্য দীর্ঘ সময় দিতে চায় না জামায়াত। দ্রুত নির্বাচন চায় আওয়ামী লীগও।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="রাজধানীর যেসব মার্কেট বন্ধ আজ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/19/1734577324-41d75ed8615d99cc446615f71abc7400.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>রাজধানীর যেসব মার্কেট বন্ধ আজ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/dhaka/2024/12/19/1459074" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">২০২৬ সালে নির্বাচন হলে আপত্তি নেই ইসলামী আন্দোলন বাংলাদেশের। পছন্দের সময় এখনই বলতে চায় না জাতীয় পার্টি। এবি পার্টি ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনপ্রত্যাশী।</p> <p style="text-align:justify">মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ২০২৫ সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। এর সঙ্গে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করলে আরো ছয় মাস অতিরিক্ত সময় লাগতে পারে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কেমন যাবে আজ ১৯ ডিসেম্বরের দিনটি? জেনে নিন রাশিফল" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/19/1734576332-f52ff1d6bfc8f7283502f4df0ed7e39b.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কেমন যাবে আজ ১৯ ডিসেম্বরের দিনটি? জেনে নিন রাশিফল</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2024/12/19/1459072" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">পরদিন সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানান, ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এমন বক্তব্যের পর প্রধান রাজনৈতিক দলগুলো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে দলগুলোর ভেতরে এ নিয়ে প্রতিক্রিয়া হয়েছে। কালের কণ্ঠের সঙ্গে আলাপকালে রাজনৈতিক দলের উচ্চ পর্যায়ের নেতারা নির্বাচন অনুষ্ঠানের সময় নিয়ে তাঁদের অভিমত তুলে ধরেন।</p> <p style="text-align:justify"><strong>চার থেকে ছয় মাসের বেশি সময় লাগার কথা নয় : বিএনপি</strong></p> <p style="text-align:justify">নির্বাচনের জন্য চার থেকে ছয় মাসের বেশি সময় লাগার কথা নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ। গতকাল বুধবার রাজধানীর গুলশানে কড়াইল বস্তিতে দুস্থদের জন্য স্বাস্থ্যসেবা কর্মসূচিতে সালাহ উদ্দিন আহমদ এ কথা বলেন। জিয়াউর রহমান ফাউন্ডেশন ওই অনুষ্ঠানের আয়োজন করে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আইএমএফের শর্ত মানলে খেলাপি ঋণ ছাড়াবে ৫ লাখ কোটি টাকা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/19/1734575726-fc98e3f7a5a692841fa08bcaff532381.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আইএমএফের শর্ত মানলে খেলাপি ঋণ ছাড়াবে ৫ লাখ কোটি টাকা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/business/2024/12/19/1459071" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">সালাহ উদ্দিন আহমদ বলেন, ‘এই সরকারের প্রধান ও প্রথম কাজ হচ্ছে সুষ্ঠু নির্বাচন করা। আর সে জন্য কিছু আইনি সংস্কার, প্রাতিষ্ঠানিক সংস্কার ও মাঠের সংস্কার দরকার। আমরা পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করে বের করেছি, এ ক্ষেত্রে সংস্কারে চার থেকে ছয় মাসের বেশি সময় লাগার কথা নয়।’</p> <p style="text-align:justify">গণতান্ত্রিক যাত্রাপথে কোনো কৌশল প্রয়োগ না করার আহ্বান জানিয়ে সালাহ উদ্দিন আহমদ বলেন, ‘ভোটের জন্য সবাই অপেক্ষা করছে। তাই যত দ্রুত সম্ভব সংস্কার সেরে ভোটের আয়োজন করতে হবে। ভোটের রোডম্যাপ নিয়ে বিএনপির যে প্রত্যাশা ছিল, তা পূরণ হয়নি। সরকারের বিভিন্ন সংস্থার ব্যর্থতায় সীমান্ত পাড়ি দিয়ে ফ্যাসিবাদের অনেক দোসর পালিয়ে গেছে। যারা দোসরদের পালাতে সহযোগিতা করেছে, তাদের চিহ্নিত করতে হবে।’</p> <p style="text-align:justify"><strong>দীর্ঘ সময় দেওয়া ঠিক হবে না : জামায়াত</strong></p> <p style="text-align:justify">সরকার যে সংস্কারের উদ্যোগ নিয়েছে এসব গুরুত্বপূর্ণ সংস্কার শেষে দ্রুত সময়ে নির্বাচন চায় জামায়াতে ইসলামী। দলটির মতে, নির্বাচনের জন্য দীর্ঘ সময় দেওয়াও ঠিক হবে না। জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘আমরা বারবার বলে আসছি, সংস্কার দ্রুত সময়ে শেষ করে দ্রুত এবং যৌক্তিক সময়ে নির্বাচন দিতে হবে। আবার নির্বাচনের জন্য দীর্ঘ সময় দেয়াও ঠিক হবে না। কেউ পাঁচ-ছয় বছর থাকলে তাদের ক্ষমতার জন্য লোভও হয়ে যেতে পারে। সেটা আমরা অতীত থেকে ধারণা পেয়েছি।’</p> <p style="text-align:justify">অধ্যাপক মুজিবুর রহমান আরো বলেন, ‘গত ১৫-১৬ বছর ধরে আওয়ামী লীগ তাদের নিজের মতো করে দলীয় লোক দিয়ে প্রশাসন সাজিয়েছে। প্রশাসনের এসব কর্মকর্তাকে বদলি করে তাদের দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। এই দলীয় লোকদের সরিয়েই নির্বাচন হোক। এসব কারণেও আমরা সংস্কার চেয়েছি। আবার নির্বাচনের জন্য দীর্ঘ সময় দেওয়াও ঠিক হবে না।’</p> <p style="text-align:justify"><strong>দ্রুত নির্বাচন চায় আ. লীগ</strong></p> <p style="text-align:justify">বর্তমান অন্তর্বর্তী সরকার নির্বাচনের পথে নেই বলে মনে করছে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। নির্বাচন প্রসঙ্গে স্পষ্ট কোনো কথা না বলায় এ নিয়ে আরো বেশি শঙ্কা তৈরি হচ্ছে বলে মনে করছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।</p> <p style="text-align:justify">তিনি কালের কণ্ঠকে বলেন, ‘আমরা নির্বাচনের পথে আছি। সমাজের সব অংশীজন নিয়ে নির্বাচন হোক, সেটা চাই। যত দ্রুত সম্ভব নির্বাচন হওয়া দরকার। আমরা চাইব অনির্বাচিত সরকার যেন নিরেপক্ষ থাকার দায়িত্বে অঙ্গীকারবদ্ধ থাকে।’</p> <p style="text-align:justify"><strong>সুনির্দিষ্ট সময় এখনই বলতে চায় না জাপা</strong></p> <p style="text-align:justify">নির্বাচনের জন্য সুনির্দিষ্ট সময়ের কথা এখনই বলতে চাচ্ছে না জাতীয় পার্টি। দলটির কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, নির্বাচন যৌক্তিক সময়ে হতে হবে। নির্বাচনের আগে নির্বাচনমুখী সংস্কার করতে হবে। নির্বাচনব্যবস্থার চূড়ান্ত সমাধান দিতে হবে। তিনি বলেন, ছয় মাসের সংস্কারে যেন এক বছর না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে।</p> <p style="text-align:justify"><strong>২০২৬ সালেও আপত্তি নেই ইসলামী আন্দোলনের</strong></p> <p style="text-align:justify">ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান গতকাল কালের কণ্ঠকে বলেন, যেনতেনভাবে নির্বাচন চান না তারা। প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন হওয়া উচিত।</p> <p style="text-align:justify">তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা ২০২৫ সালের শেষ কিংবা ২০২৬ সালের প্রধমার্ধে নির্বাচন আয়োজনের কথা বলেছেন। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য সময় লাগলেও তাতে আমাদের আপত্তি নেই। ২০২৬ সালেও নির্বাচন হতে পারে।’</p> <p style="text-align:justify">এক দিন আগে গত মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ‘প্রধান উপদেষ্টা নির্বাচনের বিষয়ে নিজেই নিশ্চিত নন। নির্বাচন তাঁরা কবে করতে চান, এ ব্যাপারে উপদেষ্টামণ্ডলী বা প্রধান উপদেষ্টা এখনো নিশ্চিত হতে পারেননি বলেই ২০২৫ সালেও হতে পারে, ২০২৬ সালেও হতে পারে এমন কথা বলেছেন।’</p> <p style="text-align:justify"><strong>পঁচিশের ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব : সিপিবি</strong></p> <p style="text-align:justify">সরকার আন্তরিক হলে ২০২৫ সালের ডিসেম্বরের আগেই জাতীয় সংসদ নির্বাচন করা সম্ভব বলে মনে করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। তিনি রাজনৈতিক দলের সঙ্গে বসে সংস্কার ও নির্বাচন বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে সরকারের প্রতি আহ্বান জানান।</p> <p style="text-align:justify">গতকাল কালের কণ্ঠকে দেওয়া প্রতিক্রিয়ায় সিপিবির সাধারণ সম্পাদক বলেন, ‘প্রথমে প্রধান উপদেষ্টা যদি, কিন্তু ইত্যাদি যোগ করে এবং পরে প্রধান উপদেষ্টার প্রেসসচিব সরাসরি যেটা বললেন, সেটা যথাযথ নয়। কারণ জাতীয় সংসদ নির্বাচনের জন্য এত সময় নেওয়ার প্রয়োজন নেই। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন, ততটুকু করেই দ্রুত নির্বাচন সম্পন্ন করতে হবে। কারণ নির্বাচন দীর্ঘায়িত হলে এই সরকার নানা ধরনের জটিলতায় পড়বে।’</p>