<p>গাজীপুরের কাপাসিয়ায় আওয়ামী লীগের ‘গোপন সভা’ থেকে নিখোঁজের দুই দিন পর নদী থেকে এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৫ ডিসেম্বর) রানীগঞ্জ বাজারের পাশে শীতলক্ষ্যা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।</p> <p>নিহত ওই তরুণ শাওন ইসলাম (২৩) নরসিংদীর শিবপুর উপজেলার লাখপুর গ্রামের দিদারুল ইসলামের ছেলে।</p> <p>শাওনের স্বজনরা জানায়, পিকনিকের কথা বলে শাওনকে কাপাসিয়ার ধাঁধার চরে নিয়ে গিয়েছিলেন আওয়ামী লীগ নেতা হারুন-অর রশিদ ওরফে হিরণ মোল্লা ও রাকিব। ওই দিন দুপুরে সেখান থেকে নিখোঁজ হন শাওন।</p> <p>পুলিশ জানায়, শীতলক্ষ্যা ও পুরাতন ব্রহ্মপুত্র নদের মিলনস্থলের মাঝে নির্জন ধাঁধাঁর চর। উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা শুক্রবার দুপুরে সেখানে জড়ো হন। বিজয় দিবসের অনুষ্ঠানকে লক্ষ করে নাশকতার পরিকল্পনা করছিলেন তারা। ধাঁধাঁর চর ঘেরাও করে ১২ জনকে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। এ ঘটনায় ৫৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২০-৩০ জনকে আসামি করে শুক্রবার কাপাসিয়া থানায় মামলা করা হয়।</p> <p>শাওনের বাবা দিদারুল ইসলাম জানান, ধাঁধাঁর চর থেকে তার ছেলে না ফেরায় শনিবার কাপাসিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। কাপাসিয়া ফায়ার সার্ভিসের একটি ডুবুরিদল আজ রানীগঞ্জ বাজারের পাশে শীতলক্ষ্যা নদী থেকে শাওনের মরদেহ উদ্ধার করে। </p> <p>দিদারুল ইসলামের অভিযোগ, ‘পিকনিকের কথা বলে আমার ছেলেকে সেখানে নিয়ে গিয়েছিলেন হিরণ মোল্লা ও রাকিব।’</p> <p>কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শাওনকে জোর করে ধাঁধাঁর চরে আওয়ামী লীগের গোপন সভায় নিয়ে যাওয়া হয়েছিল বলে তার স্বজনরা জানিয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।</p>