<p>ধান-চাল সংগ্রহের টার্গেট অর্জনের আশা ব্যক্ত করে সরকারের খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, ‘ধান-চালের মূল্য যাতে সহনশীল পর্যায়ে থাকে তাই সরকার সব ব্যবস্থা নিয়েছে।’</p> <p>রবিবার (১৫ ডিসেম্বর) নীলফামারী সার্কিট হাউসে চলতি আমন মৌসুমে ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জনে মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। নীলফামারী জেলা প্রশাসন ও খাদ্য বিভাগ আয়োজিত ওই সভার রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার, সব জেলা প্রশাসক ও খাদ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।</p> <p>আলী ইমাম মজুমদার বলেন, আমন ধান-চাল সংগ্রহের জন্য যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সেটা ইনশাআল্লাহ অর্জিত হবে এবং সেই অর্জন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।</p> <p>তিনি আরো বলেন, ‘সরকার দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য কিছু মজুদ করতে চায়। এর উদ্দেশ্য থাকে দুটি। একটা হলো মৌসুমে ফসলের দাম কমে যায়। এর জন্য সরকার ক্রেতা হিসেবে মার্কেটে আসে। তাই সরকারের কাছে মজুদ থাকে। পাশাপাশি কৃষক ন্যায্য মূল্য পায়। আপৎকালে সেই খাদ্যশস্য মার্কেটে ইনজেক্ট করা হয়। এটা খাদ্যের মূল্য স্থিতিশীল রাখে।’</p> <p>ধান-চাল ক্রয়ের সরকারি মূল্য নির্ধারণের বিষয়ে তিনি বলেন, ‘হিসাবে করে দেখেছি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাদের তথ্য দিয়েছে, উৎপাদক খরচ কত। পাশাপাশি কৃষকদের কত লাভ দেওয়া সম্ভব। সেটা বিবেচনা করে এবার গতবারের চেয়ে তিন টাকা বেশি দরে ধান ও চালের দাম নির্ধারণ করা হয়েছে।’</p> <p>মতবিনিময়সভায় রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল কাদের, নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানসহ বিভাগের আট জেলার জেলা প্রশাসক, খাদ্য নিয়ন্ত্রকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।</p>