<p>মাওলানা সাদকে নিয়ে জোড় ইজতেমা করার দাবিতে সাদপন্থীদের দেওয়া আলটিমেটামে এবার পাল্টা কর্মসূচি ঘোষণা করেছেন শুরায়ে নেজামের (জুবায়েরপন্থী) মুসল্লিরা। রবিবার (১৫ ডিসেম্বর) বাদ জোহর ইজতেমা ময়দানে লাখ লাখ মুসল্লি নিয়ে তারা শোডাউন করবেন বলে ঘোষণা দেন। শুরায়ে নেজামের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ হাবিবুল্লাহ রায়হান কালের কণ্ঠকে এ খবর নিশ্চিত করেন।</p> <p>জানা যায়, আজ সকাল ৯টায় মাওলানা সাদকে নিয়ে আগামী ২০ ডিসেম্বর জোড় ইজতেমা করার দাবিতে আলটিমেটাম দিয়েছেন সাদপন্থীরা। এ লক্ষ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি থেকে ৩৮ ঘণ্টার আলটিমেটাম ঘোষণা দেওয়া হয়। আগামীকাল ১৬ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে দাবি পূরণ না হলে পরদিন ১৭ ডিসেম্বর প্রধান উপদেষ্টার বাড়ির সামনে লাখ লাখ মুসল্লি নিয়ে তারা অবস্থান নেবেন ও ধর্মঘটের ঘোষণা দেবেন। সাদপন্থীদের এমন ঘোষণায় শুরায়ে নেজামের (জুবায়েরপন্থী) মুসল্লিরা ইজতেমা ময়দানে আজ বাদ জোহর লাখো মুসল্লি নিয়ে শোডাউন করার ঘোষণা দেন।</p> <p>আগামী বছর দুই ধাপে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুারি পর্যন্ত এবং দ্বিতীয় ধাপে ৭ থেকে ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। গত ৩ ডিসেম্বর বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রস্তুতি হিসেবে শুরায়ে নেজামের আয়োজনে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শেষ হয়েছে। আগামী ২০ ডিসেম্বর থেকে সাদপন্থীদের জোড় ইজতেমা করার কথা থাকলেও এখন তা নিয়ে জুবায়েরপন্থীদের সঙ্গে বিরোধ চলছে।<br />  </p>