<p>দেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ৪৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তবে নতুন করে কারো মৃত্যুর খবর মেলেনি। গত ২৪ ঘণ্টায় এসব রোগী হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে চলতি বছরের প্রথম ১৫ দিনে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৭৪৫ হয়েছে; একই সময়ে মৃত্যু হয়েছে সাতজনের।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ঢাবির হলে সিট না পাওয়া ছাত্রীরা পাবেন মাসে ৩০০০ টাকা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/15/1736955336-7f6339e00027c2fd6e4b850979405437.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ঢাবির হলে সিট না পাওয়া ছাত্রীরা পাবেন মাসে ৩০০০ টাকা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/campus-online/2025/01/15/1469049" target="_blank"> </a></div> </div> <p>অধিদপ্তর জানায়, হাসপাতালে ভর্তি নতুন রোগীর মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ১৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২ জন, বরিশাল বিভাগে ছয়জন, চট্টগ্রাম বিভাগে চারজন, খুলনা বিভাগে দুজন, রাজশাহী বিভাগে দুজন, রংপুর বিভাগে একজন এবং সিলেট বিভাগে একজন হাসপাতালে ভর্তি হয়েছে।</p> <p>অধিদপ্তরের হিসাবে, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ২৭৬ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ১৪৯ জন এবং ১২৭ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি। চলতি বছর ভর্তি রোগীর মধ্যে ৪৪৫ জন ঢাকার বাইরের। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছে ৩০০ জন।</p>