<p>হাভিয়ের কাবরেরার ওপরই আস্থা রেখেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আগামী বছরের মার্চ পর্যন্ত স্প্যানিশ এই কোচের সঙ্গে চুক্তি নবায়ন হতে যাচ্ছে। আজ বুধবার লন্ডনে থাকা সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে কমিটির অন্য সদস্যদের ভার্চুয়ালি একটি সভা হয়েছে।</p> <p>সেই সভা শেষেই জানা গেছে, এশিয়ান কাপ বাছাইয়ের সব ম্যাচের জন্যই দলের দায়িত্ব দেওয়া হচ্ছে কাবরেরাকে। আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হওয়া এই বাছাই পর্ব শেষ হচ্ছে ২০২৬-এর ৩১ মার্চে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে। </p> <p>অর্থাৎ এক বছরের বেশি সময়ের জন্যই এবার তৃতীয়বারের মতো মেয়াদ বাড়ছে কাবরেরার। ২০২২-এ দায়িত্ব নেওয়ার বাংলাদেশ দলের সঙ্গে এটি হবে তার চতুর্থ বছর। কাবরেরা নিজেও চাইছিলেন এশিয়ান কাপ বাছাইয়ে তার মেয়াদের চক্রটা পূরণ করার জন্য। এ বছর দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের ডাগআউটেও থাকছেন তিনি। গত সাফে তার অধীনে এক যুগ পর সেমিফাইনালে খেলে বাংলাদেশ।</p>