<p style="text-align:justify">রাজশাহীতে সুদের টাকার জেরে গোলাগুলিতে যুবদল নেতার বাবা নিহত হয়েছেন। বুধবার (১৫ জানুয়ারি) বিকেল ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।</p> <p style="text-align:justify">নিহতের নাম মো. আলাউদ্দিন (৬০)। তার বাড়ি রাজশাহীর পবা উপজেলার ভুগরইল গ্রামে। নিহতের ছেলে সালাহউদ্দিন মিন্টু নওহাটা পৌর যুবদলের সাবেক সদস্য।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক মতাদর্শ না দেখার সুপারিশ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/15/1736955600-d59c5b66f4b17b766f07a86ddc7878bd.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক মতাদর্শ না দেখার সুপারিশ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2025/01/15/1469051" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">মঙ্গলবার (১৪ জানুয়ারি) গভীর রাতে রাজশাহীতে যুবদল নেতার বাড়িতে অতর্কিত হামলা চালায় একদল সন্ত্রাসী। গুলিবিদ্ধ অবস্থায় আলাউদ্দিনকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেকে) হাসপাতালে ভর্তি করা হয়। </p> <p style="text-align:justify">যুবদল নেতা সালাহউদ্দিন মিন্টু বলেন, ‘তাদের এলাকায় দুই পক্ষের টাকা-পয়সা নিয়ে একটা বিরোধ ছিল। মীমাংসার জন্য রাতে উভয়পক্ষ রাজশাহীর এয়ারপোর্ট থানায় বসেছিলেন তারা। এক পক্ষের একজন আমার সম্পর্কে ‘ছোট ভাই’। এ জন্য আমিও গিয়েছিলাম। বিষয়টি রাতেই থানায় মীমাংসাও হয়ে যায়। এরপর তিনি বাড়ি ফেরেন। এর আধাঘণ্টা পরই তার বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ঢাবির হলে সিট না পাওয়া ছাত্রীরা পাবেন মাসে ৩০০০ টাকা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/15/1736955336-7f6339e00027c2fd6e4b850979405437.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ঢাবির হলে সিট না পাওয়া ছাত্রীরা পাবেন মাসে ৩০০০ টাকা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/campus-online/2025/01/15/1469049" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ (ওসি) মাহবুব আলম বলেছেন, ‘বিষয়টি ব্যক্তিগত সুদের টাকা নিয়ে রেষারেষির জেরে এ ঘটনা ঘটে।’</p> <p style="text-align:justify">এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, দুটি পক্ষ থানায় মীমাংসার জন্য বসেছিল। সেই মীমাংসা সালিসে নিহত ব্যক্তির ছেলে যুবদল নেতা মিন্টুও ছিলেন। বিষয়টি থানাতেই মীমাংসা হয়েছে।</p>