<p>লক্ষ্মীপুরের কমলনগরে ধান কাটার মেশিনের (হারভেস্টার) ধাক্কায় মো. রাফসান (৭) নামের এক শিশু মারা গেছে। বুধবার (১৫ জানুয়ারি) চরফলকন ইউনিয়নের চর জাঙ্গালিয়া গ্রামে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিশুটির মৃত্যু দেখে হারভেস্টারচালক ইমন হোসেন (৩০) স্ট্রোক করেছেন।</p> <p>রাফসান চর জাঙ্গালিয়া গ্রামের হারিছ আহমেদের বাড়ির হোসেন আহমেদের ছেলে। সে স্থানীয় একটি নুরানি মাদরাসার ছাত্র। ইমন চরপাগলা গ্রামের মো. লিটনের ছেলে। </p> <p>রাফসানের চাচা মো. আলা উদ্দিন বলেন, সন্ধ্যায় বাড়িতে যাওয়ার সময় ধান কাটার মেশিনের ধাক্কায় গুরুতর আহত হয় রাফসান। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।</p> <p>কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, শিশুটির লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রয়েছে। শিশুটির মৃত্যুতে হারভেস্টারচালক স্ট্রোক করেছেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।</p>