<p>ক্যারিয়ারে কোনো অপূর্ণতাই নেই লিওনেল মেসির। সর্বশেষ কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে আজন্ম সব স্বপ্নই পূর্ণ করেছেন তিনি। ফুটবলে জেতা যায়া এমন সব অর্জনই তার ঝুলিতে। আর্জেন্টিনাকে তৃতীয়বার চ্যাম্পিয়ন করার পর তাই জানিয়ে দেন, আর কিছুই পাওয়ার নেই তার।</p> <p>মেসির পাওয়ার কিছু না থাকলেও ফুটবলকে এখনো অনেক কিছু দেওয়ার আছে বলে জানিয়েছেন তার ক্লাব ইন্টার মায়ামির সতীর্থ ফেদেরিকো রেদোনদো। সেটিও আগামী দুই-তিন বছর নয়, ৪৫ বছর বয়স পর্যন্ত ফুটবলকে দিতে পারবেন বলে জানিয়েছেন স্পেনের মিডফিল্ডার।</p> <p>আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘লা নাসিওনকে’ দেওয়া সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন রেদেনদো। গত বছর মায়ামিতে যোগ দেওয়া ২১ বছর বয়সী মিডফিল্ডার বলেছেন, ‘তার পক্ষে কথা বলছি না। প্রতিদিন অনুশীলনে দেখেই বলছি, আমার মনে হয় সে ৪৫ বছর পর্যন্ত খেলতে পারবে।’</p> <p>সাফল্যরে জন্য সব সময় ক্ষুধার্ত থাকেন বলে জানান রেদেনদো। তিনি বলেছেন, ‘এই (সাফল্যের জন্য ক্ষুধার্ত) গুণটিই তাকে ইতিহাসের সেরা খেলোয়াড় বানিয়েছে। খেলাটিতে হাজারো প্রতিভাবান ফুটবলার আছে, কিন্তু আমার মতে তার মতো প্রতিভাবান কেউ নন। সে এমন এক খেলোয়াড় সবকিছু জিতেছে। আপনি তাকে অনুশীলনে দেখবেন, এবং সে হৃদয় দিয়ে খেলবে। সে সব কিছু জিততে চায়। মৌসুমের প্রতিটি ম্যাচই সে জিততে চায়। যদি সে জিততে না পারে কষ্ট পায়। বিশ্বাস করি, এই চাবিকাঠির জন্যই সে সব কিছু জিততে চায়। কারণ সে হারলে কষ্ট পায়।’</p>