ঢাকা, শনিবার ১২ এপ্রিল ২০২৫
২৯ চৈত্র ১৪৩১, ১২ শাওয়াল ১৪৪৬

ঢাকা, শনিবার ১২ এপ্রিল ২০২৫
২৯ চৈত্র ১৪৩১, ১২ শাওয়াল ১৪৪৬

শিলংয়ে হামজার অভিষেক!

  • ফুটবলপাগল শিলংয়ের জওয়াহেরলাল নেহরু স্টেডিয়ামটি সংস্কার করে এর মধ্যেই আন্তর্জাতিক ম্যাচের উপযোগী করে তোলা হয়েছে। হামজার অভিষেক ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হতে পারে এই ভেন্যুটিরও।
শেয়ার
শিলংয়ে হামজার অভিষেক!

ক্রীড়া প্রতিবেদক : আগামী ২৫ মার্চ ভারতের মাটিতে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ বাংলাদেশের, যে ম্যাচ দিয়ে লাল-সবুজ জার্সিতে অভিষেক হওয়ার কথা ইংলিশ প্রিমিয়ার লিগ তারকা হামজা চৌধুরির। ভারতে ম্যাচটি কোথায় হবে সেটি এখনো চূড়ান্ত না হলেও জানা গেছে সম্ভাব্য ভেন্যু শিলং।

https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/1. january/15-01-2025/2/kalerkantho-sp-2a.jpgফুটবলপাগল শিলংয়ের জওয়াহেরলাল নেহরু স্টেডিয়ামটি সংস্কার করে এর মধ্যেই আন্তর্জাতিক ম্যাচের উপযোগী করে তোলা হয়েছে। হামজার অভিষেক ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হতে পারে এই ভেন্যুটিরও।

গতকাল শিলং ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হ্যামলেটসন ডোলিং জানিয়েছেন, ভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি কল্যাণ চৌবে শিলংয়ে বাংলাদেশসহ বাছাইয়ে ভারতের প্রথম দুটি ম্যাচের আয়োজনের প্রস্তাব দিয়েছেন তাঁকে। তিনি সানন্দে রাজি হয়েছেন; যদিও আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য ভেন্যুটির এএফসির অনুমোদন এখনো বাকি। শিগগিরই এএফসির কর্মকর্তারা ভেন্যুটি পরিদর্শন করবেন বলে জানিয়েছেন ডোলিং।

এদিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভারতের বিপক্ষে এই ম্যাচের আগে দেশের বাইরে প্রশিক্ষণ ক্যাম্পেরও দরজা খোলা রেখেছে।

গতকাল ফেডারেশন সহসভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, সৌদি আরব ও কাতারকে এর মধ্যে আমরা চিঠি দিয়েছি, যেকোনো একটি দেশে যাতে আমরা ক্যাম্প করতে পারি। জাতীয় কমিটি কোচের সঙ্গে বসে ক্যাম্পের তারিখ, সময় চূড়ান্ত করবে। ফাহাদ জানিয়েছেন, হামজার ক্লাব লিস্টার সিটিকেও ২৫ মার্চের ম্যাচের কথা জানানো হয়েছে; যদিও এই মুহূর্তে লিস্টার ছেড়ে হামজার শেফিল্ড ইউনাইটেডে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

টিভিতে

শেয়ার
টিভিতে

ফুটবল

লা লিগা, লেগানেস-বার্সেলোনা

সরাসরি, রাত ১টা, জিও সিনেমা

বুন্দেসলিগা, বায়ার্ন মিউনিখ-বরুশিয়া ডর্টমুন্ড

সরাসরি, রাত ১০-৩০ মিনিট, টেন ২

প্রাসঙ্গিক
মন্তব্য

টি স্পোর্টস

শেয়ার
টি স্পোর্টস

টি স্পোর্টস টিভি ও ইউটিউব

ক্রিকেট

ডিপিএল, আবাহনী-মোহামেডান

সরাসরি, সকাল ৯টা

আইপিএল, লখনউ-গুজরাট

সরাসরি, বিকেল ৪টা

হায়দরাবাদ-পাঞ্জাব

সরাসরি, রাত ৮টা

পিএসএল, পেশোয়ার-কোয়েটা

সরাসরি, বিকেল ৩টা, টি স্পোর্টস অ্যাপ

করাচি-মুলতান

সরাসরি, রাত ৮টা, টি স্পোর্টস অ্যাপ

 

প্রাসঙ্গিক
মন্তব্য

দুই সমর্থকের মৃত্যু

শেয়ার
দুই সমর্থকের মৃত্যু

দক্ষিণ আমেরিকার শীর্ষ ক্লাব প্রতিযোগিতা কোপা লিবের্তাদোরেসে সংঘর্ষে জড়িয়ে দুই সমর্থক প্রাণ হারিয়েছে। ঘটনা ঘটে গত পরশু ফোর্তালেজা-কোলো কোলো ম্যাচে। ম্যাচ শুরুর আগে প্রায় ১০০ সমর্থক টিকিট ছাড়াই স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এতে সংঘর্ষ বেধে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ চড়াও হলে দুজন প্রাণ হারায়। এএফপি

মন্তব্য

লিভারপুলেই থাকছেন সালাহ

শেয়ার
লিভারপুলেই থাকছেন সালাহ

অন্য কোথাও যাচ্ছেন না মোহাম্মেদ সালাহ, অ্যানফিল্ডে আরো দুই বছর থাকছেন মিসরীয় এই ফরোয়ার্ড। দীর্ঘদিন ধরে চলা জল্পনার অবসান ঘটিয়ে লিভারপুলের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন তিনি। নতুন চুক্তি অনুযায়ী ২০২৭ সাল পর্যন্ত অ্যানফিল্ডে থাকবেন সালাহ। ২০১৭ সালে লিভারপুলে যোগ দিয়ে ৩৯৪ ম্যাচে ক্লাবের হয়ে তৃতীয় সর্বোচ্চ ২৪৩ গোল করেছেন তিনি।

এএফপি

 

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ