ক্রীড়া প্রতিবেদক : আগামী ২৫ মার্চ ভারতের মাটিতে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ বাংলাদেশের, যে ম্যাচ দিয়ে লাল-সবুজ জার্সিতে অভিষেক হওয়ার কথা ইংলিশ প্রিমিয়ার লিগ তারকা হামজা চৌধুরির। ভারতে ম্যাচটি কোথায় হবে সেটি এখনো চূড়ান্ত না হলেও জানা গেছে সম্ভাব্য ভেন্যু শিলং।
ফুটবলপাগল শিলংয়ের জওয়াহেরলাল নেহরু স্টেডিয়ামটি সংস্কার করে এর মধ্যেই আন্তর্জাতিক ম্যাচের উপযোগী করে তোলা হয়েছে। হামজার অভিষেক ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হতে পারে এই ভেন্যুটিরও।