হকির মাধ্যমে দেশকে বিশ্বমঞ্চে তুলে ধরা যায় : বিমানবাহিনী প্রধান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
হকির মাধ্যমে দেশকে বিশ্বমঞ্চে তুলে ধরা যায় : বিমানবাহিনী প্রধান
ফ্যালকন হলে বাংলাদেশ জাতীয় হকি দলের জার্সি উন্মোচন করেন এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। ছবি : আইএসপিআর

বিমানবাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেছেন, ‘হকি হচ্ছে এমন এক প্ল্যাটফরম, যার মাধ্যমে আমরা আমাদের দেশকে বিশমঞ্চে তুলে ধরতে পারব। তাই এটা তোমাদের (খেলোয়াড়) ওপর অনেক কিছু নির্ভর করে। আমরা তোমাদের সব কিছু (ট্রেনিং, জার্সি, পরিবহন, কোচ) ব্যবস্থা করে দিতে পারব।  কিন্তু খেলতে হবে তোমাদের।

খেলার সময় যে স্পিড বা, জোস সেটা আনতে হবে।’

শনিবার (১২ এপ্রিল) ঢাকায় বাংলাদেশ বিমানবাহিনীর ফ্যালকন হলে বাংলাদেশ জাতীয় হকি দলের জার্সি উন্মোচন, ফটোসেশনের পর সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে খেলোয়াড়দের উদ্দেশে এসব কথা বলেন হাসান মাহমুদ খাঁন। 

আগামী ১৭-২৭ এপ্রিল ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিতব্য ‘এএইচএফ কাপ জাকার্তা ২০২৫’ হকি প্রতিযোগিতায় বাংলাদেশ জাতীয় হকি দল অংশগ্রহণ করতে যাচ্ছে। ওই টুর্নামেন্টে অংশগ্রহণ উপলক্ষেই আয়োজনটি করা হয়।

 

অনুষ্ঠানে বিমানবাহিনী প্রধান খেলোয়াড়দের শৃঙ্খলা, দলীয় সংহতি ও সমন্বয় অক্ষুণ্ন রেখে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অনুপ্রেরণা প্রদান করেন। এ সময় বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ বিমানবাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি বলেন, ‘হকি ফেডারেশন এই টুর্নামেন্টের প্রস্তুতি নিখুঁতভাবে সম্পন্ন  করেছে। অতীতে আমরা এই টুর্নামেন্টে চারবার চ্যাম্পিয়ন হয়েছি।

কোনো চাপ নেই। আমরা সব কিছু বিবেচনা করে খুবই আশাবাদী, এবারও চ্যাম্পিয়ন হয়ে আসতে পারব।’

বাংলাদেশের প্রতিনিধিত্বকারী খেলোয়াড়দের উদ্দেশে বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি আরো বলেন, ‘সাহস নিয়ে খেলবে, চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবে। ফলাফল যা-ই হোক মনে রাখতে হবে চ্যাম্পিয়ন হবো ইনশাআল্লাহ। আগামীতে তোমরাই হকি বিশ্বকাপে লাল-সবুজের পতাকে উড়াবে, এটা আমার বিশ্বাস।

খেলোয়াড়দের শৃঙ্খলার বিষয়ে বিমানবাহিনী প্রধান বলেন, ‘সব সময় যথেষ্ট শৃঙ্খলা মেনে চলবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে হকি এমন একটি খেলা, যেখানে প্রায়ই দেখা যায়, খেলার মাঠে বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। আন্তর্জাতিক এই টুর্নামেন্টে এগুলো খুবই সিরিয়াসলি নেওয়া হয়। তাই আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করব না।’

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বাংলাদেশ ছাড়াও এশিয়ার আরো ০৯টি দল—ওমান, চায়নিজ তাইপে, হংকং, কাজাখস্তান, উজবেকিস্তাান, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ড এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।

এই টুর্নামেন্টটি এশিয়া কাপ-২০২৫-এর কোয়ালিফাইয়ার টুর্নামেন্ট হিসেবে বিবেচিত হবে। টুর্নামেন্টে অংশগ্রহণের লক্ষ্যে শীর্ষস্থানীয় কোচিং প্যানেলের অধীনে গত ২৫ ফেব্রুয়ারি থেকে ১৩ এপ্রিল পর্যন্ত প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করা হয়।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

দলীয় সর্বোচ্চ রানের রেকর্ডটা পাঁচ দিনও টিকতে দিলেন না জ্যোতিরা

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
দলীয় সর্বোচ্চ রানের রেকর্ডটা পাঁচ দিনও টিকতে দিলেন না জ্যোতিরা
ওয়ানডে ইতিহাসে নিজেদের দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে বাংলাদেশ। ছবি : বিসিবি

রেকর্ডটা পাঁচ দিনও টিকতে দিলেন না নিগার সুলতানা জ্যোতিরা। নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বে থাইল্যান্ডের বিপক্ষে নিজেদের ইতিহাসে দলীয় সর্বোচ্চ ২৭১ রানের রেকর্ড গড়েছিলেন তারা। আজ সেই রেকর্ড ভেঙে দিলেন।

আরো পড়ুন
ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংস

ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংস

 

টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে আজ ৬ উইকেটে রেকর্ড দলীয় সর্বোচ্চ ২৭৬ রান করেছে বাংলাদেশ।

রেকর্ড সংগ্রহে দলকে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক জ্যোতি। আজ আইসিসির কাছ থেকে সুখবর পাওয়ার দিনে ৮৩ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি। ক্যারিয়ারসেরা ১৭ নম্বরে উঠার দিনে ১৪০.৬৭ স্ট্রাইক রেটের ইনিংসটি সাজিয়েছেন ১১ চারে।

জ্যোতির এমন ইনিংসের আগে অবশ্য বাংলাদেশকে বড় সংগ্রহের ভিত এনে দেন জোড়া ফিফটি করা ফারজানা হক পিংকি ও শারমিন আক্তার সুপ্তা।

দ্বিতীয় উইকেটে ১০৩ রানের জুটি গড়ার পথে ৫৭ রানের ইনিংস খেলেছেন দুজনই। স্কটল্যান্ডের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন ক্যাথরিন ব্রাইস।

আরো পড়ুন
২০২৬ বিশ্বকাপে খেলবে মেসি, বলছেন সুয়ারেজ

২০২৬ বিশ্বকাপে খেলবে মেসি, বলছেন সুয়ারেজ

 

টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে আছে বাংলাদেশ। আজ জিততে পারলে ওয়ানডে বিশ্বকাপের টিকিট পাওয়ার পথটা আরো সহজ হবে প্রথম দুই ম্যাচজয়ী জ্যোতিদের।

কেননা শেষ দুই ম্যাচের একটিতে জিতলেই বাছাইপর্বের ফাইনালে খেলার সুযোগ পাবে। আর বাছাই পর্বের ফাইনাল মানেই আসন্ন ভারত বিশ্বকাপের টিকিট নিশ্চিত।

মন্তব্য

ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংস

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংস
ছবি : কালের কণ্ঠ

২-১ গোলে রহমতমগঞ্জকে হারিয়ে ফেডারেশ কাপের ফাইনালে পৌঁছে গেছে বসুন্ধরা কিংস। ফাইনালে আবাহনীর মুখোমুখি হবে কিংসরা। ২২ এপ্রিল ফাইনাল খেলবে বসুন্ধরা কিংস।

বিকেলে কিংস অ্যারেনায় দ্বিতীয় কোয়ালিফায়ারের ৭৫ মিনিটে প্রথমে এগিয়ে যায় রহমতগঞ্জ।

কিন্তু ৭ মিনিটের মধ্যে বসুন্ধরার সাদ উদ্দিন গোল করে সমতা ফেরান। ১-১ স্কোরলাইন নিয়ে অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ।

নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ সমতায় শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ে জয়সূচক গোলটি করেন কিংসের বদলি ডিফেন্ডার ইনসান হোসেন।

প্রাসঙ্গিক
মন্তব্য

বিশ্বকাপ বাছাই পর্বে দুর্দান্ত পারফরম্যান্সের সুখবর পেয়েছেন জ্যোতি-শারমিনরা

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
বিশ্বকাপ বাছাই পর্বে দুর্দান্ত পারফরম্যান্সের সুখবর পেয়েছেন জ্যোতি-শারমিনরা
বাংলাদেশ দল। ছবি : আইসিসি

পাকিস্তানে চলমান নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বে দুর্দান্ত ছন্দে আছে বাংলাদেশ। টানা দুই ম্যাচ জেতা বাংলাদেশের ছন্দে থাকার মূল কারিগর নিগার সুলতানা জ্যোতি-শারমিন আক্তার সুপ্তা-রাবেয়া খানরা।

আরো পড়ুন
২০২৬ বিশ্বকাপে খেলবে মেসি, বলছেন সুয়ারেজ

২০২৬ বিশ্বকাপে খেলবে মেসি, বলছেন সুয়ারেজ

 

ব্যাটে-বলে পারফরম্যান্স করা সেই সব কারিগর আজ সুখবর পেয়েছেন আইসিসির কাছ থেকে। ভালো খেলার স্বীকৃতি হিসেবে র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে তাদের।

অনেকে ক্যারিয়ারসেরা রেটিংও অর্জন করেছেন। ব্যাটারদের র‌্যাংকিংয়ে ১৬ ধাপ এগিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। থাইল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকানোর পর আয়ারল্যান্ডের বিপক্ষ ৫১ রান করা বাংলাদেশি অধিনায়কের বর্তমান অবস্থান ১৭ নম্বরে। যা তার ক্যারিয়ারে সর্বোচ্চ।

আরো পড়ুন
এমবাপ্পে-ভিনিদের পকেট ভারীর প্রস্তাব দিলেন রিয়ালের সভাপতি

এমবাপ্পে-ভিনিদের পকেট ভারীর প্রস্তাব দিলেন রিয়ালের সভাপতি

 

জ্যোতির সেঞ্চুরির দিনে থাইল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৯৪ রান করা শারমিন ক্যারিয়ারসেরা ২৯ নম্বরে আছেন। উন্নতি হয়েছে ১১ ধাপ। অন্যদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে রুদ্ধশ্বাস জয় এনে দেওয়া রিতু মনি (৬৭*) ১৬ ধাপ এগিয়ে ৮৮ নম্বরে আছেন। সব মিলিয়ে ব্যাটারদের র‌্যাংকিংয়ে শীর্ষে আছেন দক্ষিণ আফ্রিকার লরা ভলভার্ট।

বোলারদের র‌্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অর্জন রাবেয়ার। ৭ ধাপ এগিয়ে ২৩ নম্বরে আছেন এই লেগ স্পিনার। আরেক লেগ স্পিনার ফাহিমা খাতুন তিন ধাপ এগিয়ে ৪৮ নম্বরে আছেন। উন্নতি হয়েছে পেসার মারুফা আক্তারেরও। ছয় ধাপ এগিয়ে ৬০ নম্বরে আছেন তিনি।

এই বিভাগে শীর্ষে আছেন ইংল্যান্ডের বাঁহাতি স্পিনার সোফি একলেস্টোন। অন্যদিকে অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে শীর্ষে অস্ট্রেলিয়ার অ্যাশলে গার্ডনার।

মন্তব্য

বিসিবিতে দুদকের অভিযান, ১৯ কোটি টাকা সরানোর অভিযোগ

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
বিসিবিতে দুদকের অভিযান, ১৯ কোটি টাকা সরানোর অভিযোগ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে হঠাৎ করেই অভিযান করেন দুর্নীতি দমন কমিশন (দুদক)। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তিন সদস্যবিশিষ্ট দুদকের এক দল অভিযান চালায়। অভিযান শেষে দুদকের এক কর্মকর্তা জানিয়েছেন, মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বিসিবির আয়োজনে ১৯ কোটি টাকার গরমিল পাওয়া গেছে।

সঙ্গে বিপিএলের আয়-ব্যয় ও তৃতীয় বিভাগের দল নির্বাচন ও অর্থের লেনদেনের অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছেন সেই কর্মকর্তা।

মূলত তিনটি সুনির্দিষ্ট অভিযোগের কথা জানিয়ে দুদকের সহকারী পরিচালক আল আমিন গণমাধ্যমকে বলেছেন, ‘তৃতীয় বিভাগ বাছাই লিগে এবার ৬০টি দল অংশ নিয়েছে। আগে ২-৩ বা সর্বোচ্চ ৪ দলের লিগ হতো। এখানে হয়তো কোনো কারণ আছে। আমরা কাগজপত্র সংগ্রহ করেছি, এ ক্ষেত্রে ব্যক্তিগত বা বোর্ডের কোনো প্রভাব ছিল কি না দেখার জন্য।
এমনিতেই বোঝা যাচ্ছে, আগে হয়তো অংশগ্রহণের স্বাধীনতা ছিল না, কোনো চাপ ছিল, যে কারণে দলগুলো আসত না। আমরা বিস্তারিত যাচাই-বাছাই করে বুঝতে পারব এখানে কী অসংগতি ছিল।’

বিপিএলের টিকিট বিক্রি নিয়ে বিসিবির আয়-ব্যয়ে অনেক গরমিল পাওয়া গেছে বলে জানিয়েছেন আল আমিন। দুদকের সহকারী বলেছেন, ‘বিপিএলের তৃতীয় থেকে দশম আসর পর্যন্ত বিসিবি যে আয় দেখিয়েছে, তা প্রায় ১৫ কোটি টাকা।

অথচ একাদশ আসরে অনলাইন টিকিট বিক্রি করেই বিসিবি আয় করেছে প্রায় ১৩ কোটি টাকা। আগে টিকিট বিক্রির তথ্য হয় গোপন রাখা হয়েছে, অথবা সেখানে বড় ধরনের অর্থ আত্মসাৎ ঘটেছে।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ উদযাপন ঘিরে ১৯ কোটি টাকার হিসাব মিলছে না বলেও জানিয়েছেন আল আমিন। তিনি বলেছেন, ‘মুজিব শতবর্ষের ব্যয়ের হিসেবে কিছু অস্বাভাবিকতা আছে। এসব অভিযোগের বিষয়ে রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে।

সেগুলো যাচাই-বাছাই করে আমরা আমাদের এনফোর্সমেন্ট ইউনিটে প্রতিবেদন দাখিল করব। সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপের ব্যাপারে কমিশন সিদ্ধান্ত নেবে। কনসার্টসহ যে আয়োজন হয়েছিল, সেখানে সব মিলিয়ে ২৫ কোটি টাকা খরচ দেখানো হয়েছে। আমরা এই অভিযোগ পেয়েছি। তবে আসলে খরচ হয়েছে ৭ কোটি টাকার মতো। এখানে প্রায় ১৯ কোটি টাকা সরানো হয়েছে বা কিছু হয়েছে। এ রকম অভিযোগ আমরা পেয়েছি।’

দেড় ঘণ্টার এই অভিযানে আল আমিনের সঙ্গে থাকা বাকি দুজন হচ্ছেন সহকারী পরিচালক মাহমুদুল হাসান ও পরিদর্শক খলিলুর রহমান। দুদকের অভিযান শেষে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘সরকারি প্রতিষ্ঠানের নির্দেশনায় বিসিবি সব সময়ই সহযোগিতা করে এসেছে। দুদকের পক্ষ থেকে যে নথিপত্র চাওয়া হয়েছে, আমরা তা সরবরাহ করছি।’

মন্তব্য

সর্বশেষ সংবাদ