<p style="text-align:justify">সিলেটের বিশ্বনাথ উপজেলায় সরকারি রাস্তার ওপর অবৈধভাবে গেট নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারী) উপজেলা নির্বাহী অফিসাকে লিখিত অভিযোগ দিয়েছে এলাকাবাসী। </p> <p style="text-align:justify">লিখিত অভিযোগে এলাকাবাসী উল্লেখ করেন, বিশ্বনাথ পৌরসভার ৩ নং ওয়ার্ডের কলেজ রোড বিশ্বনাথ-জগন্নাথপুর বাইপাসসংলগ্ন তিন রাস্তার মুখে অবৈধভাবে সরকারি রাস্তার ওপর গেট নির্মাণ করা হয়েছে। গেট নির্মাণকারী ক্ষমতাশালী ব্যক্তি হওয়ায় তাদের বিরুদ্ধে এলাকাবাসীর কোনো কিছুই করার ক্ষমতা নেই। আমরা এলাকাবাসী তাদের সরকারি রাস্তার ওপর গেট নির্মাণ থেকে বিরত থাকার আহ্বান জানাই। তারা জোরপূর্বক রাস্তার ওপর গেট নির্মাণ শুরু করে এবং এলাকাবাসীকে নানানভাবে হুমকি দিয়ে আসছে। এতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইউএনওর প্রতি আহ্বান জানানে হলো।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="শীতের তীব্রতা নিয়ে মাঘের শুরু" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/15/1736956441-5022c53bcddd02395d5d834bd2d33696.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">শীতের তীব্রতা নিয়ে মাঘের শুরু</p> </div> </div> </div> <p style="text-align:justify"><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/01/15/1469057" target="_blank"> </a></p> </div> </div> <p style="text-align:justify">অভিযোগ পাওয়ার বিষয়টি সত্যতা স্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায় বলেন, তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।</p>