<p>পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টুস্ক বুধবার রাশিয়ার বিরুদ্ধে বিশ্বব্যাপী এয়ারলাইনসগুলোর বিরুদ্ধে ‘আকাশ সন্ত্রাস’ করার পরিকল্পনার অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেন, মস্কো পোল্যান্ডসহ অন্যান্য স্থানে নাশকতা ও বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে।  </p> <p>ওয়ারসতে প্রতিবেশী ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক চলাকালে এই বক্তব্য দেন তিনি। বৈঠকটি এমন এক সময় অনুষ্ঠিত হলো, যখন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের মাত্র কয়েক দিন বাকি।</p> <p>ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সদস্য পোল্যান্ড ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে কিয়েভের অন্যতম বড় মিত্র। টুস্ক এদিন সাংবাদিকদের বলেন, ‘পোল্যান্ড ইউরোপে নাশকতা ও বিভ্রান্তি মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যা রাশিয়া সংঘটিত করছে এবং তা শুধু পোলিশ ভূখণ্ডেই নয়।’</p> <p>তিনি আরো বলেন, ‘কিছু ঘটনা খুবই ভয়াবহ। আমি বিস্তারিত বলব না, তবে আমি নিশ্চিত করতে পারি, রাশিয়া আকাশ সন্ত্রাসের পরিকল্পনা করেছিল এবং তা শুধু পোল্যান্ড নয়, বিশ্বব্যাপী এয়ারলাইনসগুলোর বিরুদ্ধেও।’</p> <p>এদিকে গত নভেম্বরে পশ্চিমমুখী বিমানে অগ্নিসংযোগকারী যন্ত্র প্রেরণের অপরাধমূলক তদন্তের অংশ হিসেবে গ্রেপ্তার অভিযান চালিয়েছে লিথুয়ানিয়া।</p> <p>পোলিশ ও লিথুয়ানিয়ার গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এসব যন্ত্র জুলাই মাসে লিথুয়ানিয়া থেকে ব্রিটেনে পাঠানো হয়, যার মধ্যে ছিল দাহ্য পদার্থবাহী বৈদ্যুতিক ম্যাসাজার। এগুলোর সঙ্গে ওয়ারসর বাইরে একটি লরিতে আগুন লাগার সম্পর্ক থাকতে পারে।  </p> <p>লিথুয়ানিয়ার প্রেসিডেন্টের প্রধান নিরাপত্তা উপদেষ্টা জানান, এসব ঘটনার পেছনে মস্কোর হাত রয়েছে। এ ছাড়া ব্রিটেনের সন্ত্রাসবিরোধী পুলিশ গত অক্টোবরে জানায়, তারা একটি পার্সেল কিভাবে আগুনে পুড়ে যায়, তা তদন্ত করছে। এ বছরের শুরুতে জার্মানিতেও একই ধরনের একটি ঘটনার জন্য রাশিয়াকে দায়ী করা হয়েছিল।</p> <p>পোলিশ প্রধানমন্ত্রী এদিন আরো বলেন, ইউরোপীয় ইউনিয়নের ছয় মাসের ঘূর্ণায়মান সভাপতিত্ব বর্তমানে পোল্যান্ডের হাতে থাকায় ইউক্রেনকে এই সংস্থায় যুক্ত করার প্রক্রিয়া ত্বরান্বিত করা হবে।  </p> <p>টুস্ক বলেন, ‘সাম্প্রতিক মাসগুলোতে যে অচলাবস্থা দেখা দিয়েছিল, পোলিশ সভাপতিত্ব তা ভাঙতে কাজ করবে। আমরা ইউক্রেন ও আমাদের ইউরোপীয় অংশীদারদের সঙ্গে একযোগে কাজ করব...এবং যতটা সম্ভব সর্বোচ্চ দ্রুততার সঙ্গে যোগদানের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাব।’</p> <p>অন্যদিকে জেলেনস্কি সাংবাদিকদের বলেন, ‘ইউক্রেন যত দ্রুত ইইউ ও ন্যাটোর সদস্য হবে, তত দ্রুত ইউরোপ তার প্রয়োজনীয় ভূরাজনৈতিক স্থিতিশীলতা অর্জন করবে।’</p> <p>মার্কিন প্রেসিডেন্ট পদে ট্রাম্পের প্রত্যাবর্তনের প্রাক্কালে ইউক্রেনের মিত্রদের সঙ্গে একাধিক বৈঠক করছেন জেলেনস্কি। রিপাবলিকান প্রার্থী ট্রাম্প আগামী সপ্তাহে দায়িত্ব গ্রহণের পর দ্রুত যুদ্ধের অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিয়েছেন, যা ইউক্রেনের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ শান্তির বিনিময়ে তাদের বড় ধরনের ভূখণ্ড ছাড় দিতে হতে পারে।</p> <p>সূত্র : এএফপি</p>