<p style="text-align:justify">বাংলাদেশ থেকে বাণিজ্যিক যানবাহন চালক নিয়োগ করবে জাপান। এ লক্ষ্যে বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে জাপানের একটি প্রতিনিধিদল রাজবাড়ী জেলা পরিদর্শন করে। </p> <p style="text-align:justify">ওই প্রতিনিধিদল রাজবাড়ীর ব্র্যাক ড্রাইভিং স্কুল পরিদর্শন, প্রশিক্ষণের সুবিধা ও গুণমান অন্বেষণ করে। সেই সঙ্গে তারা রাজবাড়ীর জেলা প্রশাসক এবং ড্রাইভিং টেস্ট কম্পিটেন্সি বোর্ডের চেয়ারম্যান হিসাবে এডিএমের সঙ্গে সাক্ষাৎ করেছে।</p> <p style="text-align:justify">জেলা প্রশাসকের কার্যালয়ে সাক্ষাৎ ও মতবিনিময়সভায় উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ সুলতানা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) মো. তারিফ-উল-হাসান, জাপানের প্রতিনিধিদলের প্রধান মি. সুগিউরা, প্রতিনিধিদলের সদস্য মি. ওকাবা, মাসুদ সান, ব্র্যাকের প্রশাসন ও রোড সেফটি পরিচালক আহম্মেদ নাজমুল হুসেইন, ব্র্যাকের পিসি আমিনুল ইসলাম, ব্র্যাকের ম্যানেজার তাসনিম তারান্নুম ও রাজবাড়ী ব্র্যাকের জেলা প্রতিনিধি প্রণব রায় প্রমুখ।</p>