<p style="text-align:justify">বিমানযাত্রী বেশে পেটের ভেতর ইয়াবা বহনকালে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বুধবার (১৫ জানুয়ারি) তাকে আটক করা হয়।</p> <p style="text-align:justify">আটক মাদক ব্যবসায়ীর নাম মো. শাহ আলম শেখ (৪১)। তার কাছ থেকে ২০০৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সন্ধ্যায় বিমানবন্দর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শিক্ষিকাকে ধর্ষণচেষ্টা, প্রধান শিক্ষক আটক" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/15/1736950664-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শিক্ষিকাকে ধর্ষণচেষ্টা, প্রধান শিক্ষক আটক</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/01/15/1469027" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">এপিবিএন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ এয়ারলাইনসের অভ্যন্তরীণ ইএ-৪৩৪ ফ্লাইটে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা পরিবহনকালে শাহ আলমকে বিমানবন্দর বলাকা ভবন এলাকা থেকে আটক করা হয়। পরে তাকে এয়ারপোর্ট আর্মড পুলিশ অফিসে নিয়ে আসা হলে সে পাকস্থলিতে সুকৌশলে ইয়াবা পরিবহন করছে বলে নিশ্চিত করে। এয়ারপোর্টে কর্তব্যরত চিকিৎসকের শরণাপন্ন হলে এক্স-রে পরীক্ষায় তার পেটে ডিম্বাকৃতির ৪১টি বস্তুর সন্ধান মেলে। পরে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে চিকিৎসকদের তত্ত্বাবধানে পরিবহনকারীর পায়ুপথ দিয়ে প্রাকৃতিক কার্য সম্পাদনের মাধ্যমে স্কচটেপ মোড়ানো অবস্থায় ৪১ পোঁটলা ইয়াবা ট্যাবলেট বের করা হয়। এগুলো খুলে মোট ২০০৯ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘না’ ভোট, অনলাইন ভোটিং ও একাধিক আসনে নির্বাচন নিয়ে যা বলল কমিশন" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/15/1736948733-3665ec790f77d363e0d460c02cc3d68f.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘না’ ভোট, অনলাইন ভোটিং ও একাধিক আসনে নির্বাচন নিয়ে যা বলল কমিশন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2025/01/15/1469020" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">এ ব্যাপারে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার অ্যাডিশনাল ডিআইজি সিহাব কায়সার খান বলেন, ‘আগের তুলনায় ইদানীং বিমানবন্দর ব্যবহার করে মাদক পরিবহনের তৎপরতা বেশি লক্ষ করা যাচ্ছে। আমরা বিমানবন্দর ঘিরে সব অপরাধ কার্যক্রম রোধে সচেষ্ট আছি।’</p>