<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">টেকনাফ সীমান্তে পৃথক অভিযান চালিয়ে তিন লাখ ২৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি ও র‌্যাব। গত শনিবার দিবাগত রাতে উপজেলার জেলেপাড়া ও পৌরসভার জালিয়াপাড়া এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয। বিজিবির মাদক উদ্ধারের ঘটনা আব্দুস শুক্কুর (২১) নামের এক পাচারকারীকে আটক করা হয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, গত শনিবার হ্নীলা ইউনিয়নের জেলেপাড়াসংলগ্ন নাফ নদের শূন্যরেখায় ধাওয়া করে একজনকে আটক করে। পরে তার কাছ থেকে দুই লাখ ৩০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অন্যদিকে র‌্যাব ১৫-এর একটি দল মধ্যম জালিয়াপাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে ৯৫ হাজার ১৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>