<p>টেকনাফ সীমান্তের নাফ নদের তীরে গতকাল শনিবার (৪ জানুয়ারি) অভিযান চালিয়ে ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ একজন মিয়ানমারের নাগরিককে আটক করেছেন বিজিবি সদস্যরা।</p> <p>টেকনাফের নাফ নদীর তীরে হ্নীলা জেলেপাড়া নামক স্থানে বিজিবি এ অভিযান পরিচালনা করে।</p> <p>টেকনাফের বিজিবি-২ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, পাচারকারির দল মিয়ানমার থেকে ইয়াবার চালানটি পাচার করে আনার সংবাদ পেয়ে নাফ নদের তীরে এ অভিযান পরিচালনা করা হয়। মিয়ানমার থেকে নাফ নদী দিয়ে ইয়াবার বড় চালানটি আনে পাচারকারিরা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="নতুন বই থেকে বাদ শেখ মুজিবকে নিয়ে লেখা, যুক্ত হলো হাসিনার পালানোসহ যেসব" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/05/1736056410-44481be6851be93fd1e9ce0a0ef57144.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>নতুন বই থেকে বাদ শেখ মুজিবকে নিয়ে লেখা, যুক্ত হলো হাসিনার পালানোসহ যেসব</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/campus-online/2025/01/05/1465151" target="_blank"> </a></div> </div> <p>দুই পাচারকারি ২টি বস্তা মাথায় নিয়ে পাচারকালে বিজিবি তাদের ধাওয়া দেয়। এ সময় একজন পাচারকারি বস্তা ফেলে পালিয়ে যায়। অভিযানকালে একজন পাচারকারি হাতে নাতে ধরা পড়ে যায়। বস্তা খুলে পাওয়া যায় ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কলেজের ডিজিটাল বোর্ডে ভেসে উঠল ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/05/1736051352-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কলেজের ডিজিটাল বোর্ডে ভেসে উঠল ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/01/05/1465136" target="_blank"> </a></div> </div> <p>আটক পাচারকারি আবদুস শুকুর (২১) মিয়ানমারের মন্ডু জেলার নাফফুরা গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি।</p>