<p>রংপুরে স্মার্ট প্রি-পেমেন্ট মিটারবিষয়ক মতবিনিময়সভার প্রেজেন্টেশনে মুজিববর্ষের ছবিসংবলিত পেপার উপস্থাপন করার ঘটনায় নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) তিন কর্মকর্তাকে বদলি করেছে কর্তৃপক্ষ। বুধবার (১৫ জানুয়ারি) তাদের বদলির আদেশ জারি করে চিঠি ইস্যু করেন নেসকোর প্রধান কার্যালয়ের প্রশাসন ও মানবসম্পদ উন্নয়ন দপ্তরের উপমহাব্যবস্থাপক রহম উল্লাহ আল ফারুক। </p> <p>নেসকো রাজশাহী ও রংপুর বিভাগের নেসকোর আওতাধীন এলাকায় প্রি-পেইড মিটার স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক মাহবুবুল আলম চৌধুরীকে ইঞ্জিনিয়ারিং দপ্তরের নির্বাহী পরিচালক, প্রকল্প বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী সাইয়েদুল মুরসালিনকে নওগাঁ, উপবিভাগীয় প্রকৌশলী ইয়াকুব আলীকে পাবনার ইশ্বরদীতে বদলির কথা বলা হয়।</p> <p>চিঠিতে বলা হয়েছে, ১৪ জানুয়ারি বর্তমান দপ্তর থেকে অব্যাহতি নিতে হবে। তা না হলে ১৫ জানুয়ারি থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য হবে।</p> <p>মঙ্গলবার রংপুর ডিসি অফিসের সম্মেলন কক্ষে প্রি-পেমেন্ট মিটার স্থাপনবিষয়ক মতবিনিময়সভার আয়োজন করেছিল নেসকো। এ সময় নেসকোর প্রেজেন্টেশন দিচ্ছিলেন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী সাইয়েদুল মুরসালিন। এলইডি স্ক্রিনে শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত মুজিববর্ষের লোগো আসে প্রেজেন্টেশনে। সঙ্গে সঙ্গে ল্যাপটপ এবং এলইডি স্ক্রিন বন্ধ করে দেন আয়োজকরা। শুরু হয় তুমুল হট্টগোল। তীব্র প্রতিবাদ জানান সেখানে উপস্থিত জাতীয় নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং প্রি-পেমেন্ট মিটার স্থাপন প্রকল্প বাতিলের সঙ্গে যুক্ত আন্দোলনের নেতারা। এ ঘটনাকে পরিকল্পিতভাবে ফ্যাসিবাদ পুনর্বাসনের নকশা হিসেবে উল্লেখ করেন তারা।</p> <p>পরে সভার সভাপতি ডিসি মোহাম্মদ রবিউল ফয়সাল জানান, এ ঘটনায় জড়িতদের বিচার এবং প্রি-পেমেন্ট মিটার স্থাপন কার্যক্রম বন্ধ থাকবে। পরে সভা পণ্ড হয়ে যায়। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের লিখিত চিঠি পাঠান জেলা প্রশাসক। নেসকো চিঠি পেয়ে তদন্ত কমিটি গঠন করে। এরপরই নেওয়া হয় ব্যবস্থা।</p> <p>রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল জানান, প্রি-পেমেন্ট মিটার স্থাপনবিষয়ক মতবিনিময় প্রেজেন্টেশনে মুজিববর্ষের ছবি ব্যবহারের বিষয়টি ছিল পরিকল্পিত এবং উদ্দেশ্যমূলক। তদন্ত করে বিষয়টি নিশ্চিত হওয়ার পরেই নেসকো এই উদ্যোগ নিয়েছে। পরে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে কেউ এ ধরনের ঘটনার সঙ্গে যুক্ত হলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।</p>