<p>বলিউডের অন্যতম আইকনিক হিরো হৃতিক রোশন। ক্যারিয়ারে উপহার দিয়েছেন অনেক হিট সিনেমা। চেহারায়, সৌন্দর্যে শুধু ভারতেই নয়, গোটা পৃথিবীর বুকে অন্যতম সেরা হৃতিক। এমনকী তাকে ‘গ্রিক গড’ বলেও আখ্যায়িত করা হয়। বর্তমানে তারকাখ্যাতির চূড়ায় অবস্থান অভিনেতার। তবে এই অবস্থানে আসতে কম কষ্ট ভোগ করতে হয়নি। তবে হৃতিকের এই ক্যারিয়ারে সবচেয়ে বেশি যার অবদান, তিনি তার বাবা রাকেশ রোশন। বলতে গেলে রাকেশের একার হাতেই আজ হৃতিকের তারকাখ্যাতি। প্রথম সিনেমা ‘কাহো না পেয়ার হ্যায়’ থেকে হালের কৃষ, রাকেশের পরিচালনায় কাজ করেছেন হৃতিক। ছেলের জন্য জানপ্রান দিয়ে করেছেন রাকেশ রোশন। তবে বাস্তবেই জানটা হারিয়ে বসেছিলেন প্রায়! গুলিও চালানো হয়েছিল তার উপরে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মারা গেছেন ইনফ্লুয়েন্সার তনির স্বামী" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/15/1736926164-4c72a7c776e38603bb4a1c2e67980cc6.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মারা গেছেন ইনফ্লুয়েন্সার তনির স্বামী</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/15/1468899" target="_blank"> </a></div> </div> <p>২০০০ সালের ঘটনা। একদিকে যখন ‘কাহো না পেয়ার হ্যায়’ দেখে গোটা দেশ প্রেমের জোয়ারে ভেসেছিল, ঠিক সেই সময়েই বিপর্যয়ের মেঘ ঘনিয়ে আসে রোশন পরিবারের উপর। পর্দায় শাহরুখ-আমির, সালমানদের ‘খান সাম্রাজ্যে’র দাপটের মাঝেই বলিউডের ‘গ্রীক গড’-এর উত্থান। নতুন সুদর্শন অভিনেতাকে দেখে পাগল সবাই! ‘কাহো না পেয়ার হ্যায়’ রিলিজ করতেই রাতারাতি খ্যাতির শিরোনামে পৌঁছে যান হৃতিক। রোশন পরিবার যখন সিনেমার গগনচুম্বী সাফল্যে মাতোয়ারা, ঠিক তখনই রাকেশ রোশনকে আক্রমণ করে মুম্বাই আন্ডারওয়ার্ল্ড।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ক্যারিয়ারের সোনালি সময়েই হত্যা করা হয় মডেল তিন্নিকে" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/15/1736925299-ea3d09b3b2ec64ae19878712c7afce09.png" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ক্যারিয়ারের সোনালি সময়েই হত্যা করা হয় মডেল তিন্নিকে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/15/1468895" target="_blank"> </a></div> </div> <p>রোশনদের মুম্বাইয়ের অফিসের বাইরে পর পর দুটি গুলি করা হয় রাকেশকে। নিজের বুদ্ধিমত্তার জেরে কোনোক্রমে সেখান থেকে গাড়িতে উঠে হাসপাতালে যান প্রবীণ পরিচালক। চিকিৎসার পর যদিও সুস্থ হয়ে ওঠেন রাকেশ, তবে সেই বিভীষিকাময় সময় আজও ভুলতে পারেনি রোশন পরিবার। বাবার উপর আন্ডারওয়ার্ল্ড আক্রমণের জন্য হৃতিক রোশন আজও নিজেকে দায়ী করেন। এমনকী সেই সময়ে ‘কাহো না পেয়ার হ্যায়’র পর তাঁর কাছে যখন একের পর এক বিগ বাজেট সিনেমার প্রস্তাব আসছিল, তখন ফিল্মি  ক্যারিয়ারটাই জলাঞ্জলি দিতে চেয়েছিলেন অভিনেতা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কবে আসছে রণবীরের ‘ধুম ৪’?" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/15/1736931549-8b15e70a9a2e1e0148164e141362d41a.JPG" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কবে আসছে রণবীরের ‘ধুম ৪’?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/15/1468916" target="_blank"> </a></div> </div> <p>দীর্ঘদিন পর আবারও এই ঘটনা স্মরণ করলেন বর্ষীয়াণ পরিচালক রাকেশ রোশন। তিনি জানান, মাফিয়া চেয়েছিল ওদের টাকার তৈরি সিনেমায় কাজ করুক হৃতিক। কিন্তু তিনি সেটা হতে দেননি। সাফ না করে দিয়েছেন। রাকেশ রোশন বলেন, “আমি কোনওদিনই ওদের সেরকম কোনও ইঙ্গিত দিইনি যে হৃতিক ওদের টাকায় সিনেমায় করবে। আমি বারবার ওদের প্রস্তাব এড়িয়ে যাই। বলি যে, হৃতিকের ডেট ফাঁকা নেই। আদতেও সত্যিই ছিল না তখন। এর পর ওরা আমাকে অন্য প্রযোজকদের সঙ্গে কথা বলে হৃতিকের ডেট ম্যানেজ করার নির্দেশ দেয়। আমি সেবারও অস্বীকার করি। আমাদের মধ্যে অনেকেই অনেক কিছু সহ্য করে চুপ ছিল, তবে ওদের অন্যায় আবদারের কাছে আমি মাথা নোয়াইনি কোনওদিন।” </p> <p>আন্ডারওয়ার্ল্ডের টাকায় তৈরি সিনেমায় ছেলে হৃতিক রোশনকে অভিনয় করতে না দেওয়ার জন্যই তখন মাফিয়াদের নিশানায় পড়েছিলেন রাকেশ রোশন। সম্প্রতি ‘কাহো না পেয়ার হ্যায়’-এর ২৫ বছর পূর্তিতে সেকথা ফাঁস করেন তিনি। ছেলের ক্যারিয়ারে সর্বোচ্চ অবদান রাখার পাশাপাশি নিজের জীবনকেও ঝুঁকির মধ্যে ফেলেছিলেন এই নির্মাতা, যে গল্প শুনে চমকে গেছেন অনেকেই! সেইসঙ্গে সন্তানের জন্য বাবার এ দায়িত্ববোধের প্রশংসাও করছেন অনুরাগীরা।</p>