<p style="text-align:justify">রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আগামী রবিবার জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনের সব ধরনের প্রস্তুতি এরই মধ্যে শেষ হয়েছে বলে জানিয়েছেন জামায়াতের নেতারা। </p> <p style="text-align:justify">এতে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। সম্মেলনে লক্ষাধিক কর্মীর সমাগম ঘটবে বলে আশা করছেন আয়োজকরা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="অবশেষে নিলামে উঠছে সাবেক এমপিদের গাড়ি" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/15/1736945896-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>অবশেষে নিলামে উঠছে সাবেক এমপিদের গাড়ি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2025/01/15/1469001" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে রাজশাহী নগরীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয় দলটির পক্ষ থেকে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাজশাহী মহানগর জামায়াতের আমির মাওলানা ড. কেরামত আলী।</p> <p style="text-align:justify">সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১৮ জানুয়ারি রাজশাহী নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠে জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে দলের ঐতিহাসিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ইতোমধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ওই দিন কর্মী সম্মেলন উপলক্ষে সকাল ৯টায় কর্মী সমাবেশ অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে।  </p> <p style="text-align:justify">ওই দিন কর্মী সম্মেলন ছাড়াও অন্য কর্মসূচির মধ্যে দুপুরে চিকিৎসক সমাবেশ এবং বিকেল ৩টায় মহিলা সদস্য সমাবেশ অনুষ্ঠিত হবে। একই দিন বাদ মাগরিব ব্যবসায়ীদের নিয়ে রাজশাহী চেম্বার ভবনে সমাবেশ অনুষ্ঠিত হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘ওরা আমার মেয়েকে ডাক্তার হতে দিল না’" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/15/1736945691-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘ওরা আমার মেয়েকে ডাক্তার হতে দিল না’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/01/15/1468999" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, রাজশাহী জেলা জামায়াতের আমির মা্ওলানা আব্দুল খালেক ও সেক্রেটারি গোলাম মর্তুজা এবং মহানগরী জামায়াতের মিডিয়া ও প্রচার সেক্রেটারি আশরাফুল আলম ইমন।</p>