<p>কুমিল্লায় ছাত্র আন্দোলন দমনে ব্যবহৃত দুটি বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন ও বেশ কিছু দেশীয় অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।</p> <p>সোমবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ১টা থেকে ভোর ৬টা পর্যন্ত কুমিল্লা সদরের অশোকতলা এলাকায় সেনাবাহিনী ও পুলিশ একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন, কুমিল্লা নগরীর ৭ নম্বর ওয়ার্ডের অশোকতলা এলাকার জাকির (৩৮) ও লিটন (৪২)।</p> <p>আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে কুমিল্লা সদরে দায়িত্বপ্রাপ্ত সেনাবা‌হিনীর ২৩ বীরের ক্যাপ্টেন সাদমান এ তথ্য নিশ্চিত করেছেন।</p> <p>যৌথবাহিনী সূত্র জানায়, সোমবার দিবাগত রাত ১টা থেকে ভোর ৬টা পর্যন্ত নগরীর অশোকতলা এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে প্রথমে জাকিরকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে মতে লিটনকেও আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭.৬৫ বোরের দুটি বিদেশি পিস্তল, ১১ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন, চাপাতি ছুরিসহ বেশ কিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়। এসব অস্ত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যবহার করা হয়েছিল বলে জানিয়েছেন গ্রেপ্তারকৃতরা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ভবিষ্যতে কাদের পরিণতি আ. লীগের মতো হবে? জানালেন হাসনাত" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/14/1736841599-a992f07d19721dbf74df68c1ed4e7c56.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ভবিষ্যতে কাদের পরিণতি আ. লীগের মতো হবে? জানালেন হাসনাত</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/01/14/1468546" target="_blank"> </a></div> </div> <p>কুমিল্লা কোতয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘গ্রেপ্তার জাকির জুলাই-আগস্টে কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত একটি মামলার আসামিসহ দুটি মামলা রয়েছে। এ ঘটনায় দুজনের বিরুদ্ধে অস্ত্র ও নিয়ন্ত্রণ আইনে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মামলা করা হয়েছে। দুপুরে আদালতের মাধ্যমে তাদের কুমিল্লা কারাগারে পাঠানো হবে।’</p>