<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বগুড়া-২ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শরিফুল ইসলাম জিন্নাহর স্ত্রীর বগুড়ার বিভিন্ন ব্যাংকের পাঁচটি হিসাবে থাকা ৩০ লাখ ৯১ হাজার ৭০৯ টাকা ফ্রিজের আদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার  ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এ ছাড়া বগুড়ার বিভিন্ন জায়গায় থাকা ২৪ লাখ ২৪ হাজার ৪০০ টাকা মূল্যের ১১২ শতাংশ জমি এবং ১৫ লাখ ২৫ হাজার টাকা মূল্যের একটি মিনি ট্রাক জব্দ করার আদেশ দেওয়া হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা কমিশনের উপপরিচালক সিফাত উদ্দিন ব্যাংক হিসাব অবরুদ্ধ ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ জব্দ করার আবেদন করেন। দুদকের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর। আবেদনে বলা হয়, মামলা দায়েরের পর থেকে আসামি অপরাধলব্ধ স্থাবর-অস্থাবর সম্পদগুলো অন্যত্র বিক্রি/হস্তান্তর বা বেহাত করার প্রচেষ্টায় রয়েছেন। এ জন্য আদালত কর্তৃক বিচার শেষে সরকারের অনুকূলে সম্পত্তি বাজেয়াপ্তের সুবিধার্থে তাঁর মালিকানাধীন বিভিন্ন সম্পদের মধ্যে আপাতত এসব সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।</span></span></span></span></p>