পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী শাহাব উদ্দিন ও তাঁর ছেলে জাকির হোসেন জুমনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এ ছাড়া সাবেক উপমন্ত্রী আব্দুল্লাহ আল জ্যাকব ও তাঁর স্ত্রী, মেয়ে ও ছেলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
জানা গেছে, দুদকের উপপরিচালক এস এম রাশেদুর রেজা পরিবারসহ জ্যাকবের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
দুদকের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর। শুনানি শেষে আদালত এই আবেদন মঞ্জুর করেন। আবেদনে বলা হয়, জ্যাকব ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে হাজার কোটি টাকা বিদেশে পাচারসহ নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। অভিযোগ অনুসন্ধানের বিষয়টি রাষ্ট্রের স্বার্থে মানি লন্ডারিং প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশে পলায়ন করতে পারেন মর্মে বিশ্বস্তসূত্রে জানা যায়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাঁদের বিদেশ গমন রহিতকরণ প্রয়োজন।
এ ছাড়া ছেলেসহ সাবেক মন্ত্রী শাহাব উদ্দিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন মামলার অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক নাজমুল ইসলাম। আবেদনে বলা হয়, শাহাব উদ্দিন ও তাঁর ছেলে জাকির হোসেন জুমনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাত্পূর্বক অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে শাহাব উদ্দিন ও তাঁর ছেলে জাকির হোসেনের বিদেশ গমন রহিত করা আবশ্যক। এতে কমিশনের অনুমোদন রয়েছে।