সাবেক মন্ত্রী শাহাব উদ্দিন ও জ্যাকবসহ ছয়জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সাবেক মন্ত্রী শাহাব উদ্দিন ও জ্যাকবসহ ছয়জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী শাহাব উদ্দিন ও তাঁর ছেলে জাকির হোসেন জুমনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এ ছাড়া সাবেক উপমন্ত্রী আব্দুল্লাহ আল জ্যাকব ও তাঁর স্ত্রী, মেয়ে ও ছেলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

জানা গেছে, দুদকের উপপরিচালক এস এম রাশেদুর রেজা পরিবারসহ জ্যাকবের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

দুদকের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর। শুনানি শেষে আদালত এই আবেদন মঞ্জুর করেন। আবেদনে বলা হয়, জ্যাকব ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে হাজার কোটি টাকা বিদেশে পাচারসহ নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। অভিযোগ অনুসন্ধানের বিষয়টি রাষ্ট্রের স্বার্থে মানি লন্ডারিং প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশে পলায়ন করতে পারেন মর্মে বিশ্বস্তসূত্রে জানা যায়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাঁদের বিদেশ গমন রহিতকরণ প্রয়োজন।

এ ছাড়া ছেলেসহ সাবেক মন্ত্রী শাহাব উদ্দিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন মামলার অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক নাজমুল ইসলাম। আবেদনে বলা হয়, শাহাব উদ্দিন ও তাঁর ছেলে জাকির হোসেন জুমনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাত্পূর্বক অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে শাহাব উদ্দিন ও তাঁর ছেলে জাকির হোসেনের বিদেশ গমন রহিত করা আবশ্যক। এতে কমিশনের অনুমোদন রয়েছে।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকা রিপোটার্স ইউনিটির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতারা

শেয়ার
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকা রিপোটার্স ইউনিটির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতারা
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে গতকাল বঙ্গভবনে সাক্ষাৎ করেন ঢাকা রিপোটার্স ইউনিটির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতারা। ছবি : পিআইডি
মন্তব্য

এনএসইউতে ‘মাস্টার্স অব আইডিয়েশন’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
এনএসইউতে ‘মাস্টার্স অব আইডিয়েশন’

দেশের অন্যতম বৃহৎ ও প্রতীক্ষিত কৌশলভিত্তিক ব্যাবসায়িক প্রতিযোগিতা মাস্টার্স অব আইডিয়েশন চার বছরের বিরতির পর আরো বিস্তৃত ও সুদূরপ্রসারী পরিসরে ফিরে এসেছে। গত ৬ জানুয়ারি নর্থ সাউথ ইউনিভার্সিটি ইয়াং এন্টারপ্রেনার্স সোসাইটিতে (এনএসইউ ইয়েস!) পুনরাগমন করছে মাস্টার্স অব আইডিয়েশন। আগ্রহী ও প্রতিভাবান তরুণ প্রজন্মকে বাণিজ্যিক দুনিয়ায় প্রবেশ করার আগেই প্রস্তুত করার লক্ষ্য নিয়েই সেবা হোল্ডিং লিমিটেডের উপস্থাপনায়, এস্টে মেডিক্যাল বাংলাদেশের পরিচালনায় এবং মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) সৌজন্যে পুনরাগমন করছে মাস্টার্স অব আইডিয়েশন। এনএসইউ ইয়েস! ৩০ বছরের গৌরবময় একটি শিক্ষার্থী-নেতৃত্বাধীন সংগঠন, যা তরুণ উদ্যোক্তাদের সফল হতে প্রয়োজনীয় প্রতিটি দিক নির্দেশনায় সহায়তা করতে বদ্ধপরিকর।

এই বহু প্রতীক্ষিত কৌশলভিত্তিক ব্যাবসায়িক প্রতিযোগিতার বাংলা প্রিন্ট মিডিয়া পার্টনারদের মধ্যে আছে কালের কণ্ঠ, সোশ্যাল মিডিয়া পার্টনার নাটশেল টুডে, মোবিলিটি পার্টনার জিপ

 

মন্তব্য

লুৎফুজ্জামান বাবর হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
লুৎফুজ্জামান বাবর হাসপাতালে ভর্তি

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল রবিবার সন্ধ্যার দিকে তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত সহকারী মো. হায়দার। তিনি জানান, হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর। পরে তাঁকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়।

সেখানে চিকিৎসকরা তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন এবং তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। উল্লেখ্য, ২০০৭ সালে আওয়ামী লীগ সরকারের সময় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়ে ১৭ বছর কারাবন্দি ছিলেন লুৎফুজ্জামান বাবর। গত বৃহস্পতিবার আদালতের নির্দেশে তিনি মুক্তি পান।

মন্তব্য
সংক্ষিপ্ত

সাত দিনের মধ্যে বিয়ের ওপর আরোপিত কর প্রত্যাহারের দাবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সাত দিনের মধ্যে বিয়ের ওপর আরোপিত কর প্রত্যাহারের দাবি

সাত দিনের মধ্যে বিয়ের ওপর বিগত সরকারের আরোপিত কর প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। গতকাল রবিবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সাধারণ ছাত্র-জনতার ব্যানারে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে বক্তারা এ দাবি জানান। তাঁরা বলেন, বিয়ের ওপর কর আরোপ ইসলামবিরোধী। অবিলম্বে এই কর বাতিল চাই।

কর্মসূচিতে মূল বক্তব্য তুলে ধরেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য রফিকুল ইসলাম আইনী। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রনেতা জুবায়ের সাদী, সাব্বির আহমেদ, সানাউল্লাহ খান, মাহমুদ হাসান প্রমুখ।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ