<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকসহ পাঁচজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের পৃথক তিনটি আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দেশত্যাগে নিষেধাজ্ঞা পাওয়া অন্যরা হলেন বগুড়া-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. শরিফুল ইসলাম জিন্নাহ ও তাঁর স্ত্রী মোহসীনা আকতার এবং রাজধানীর রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের চেয়ারম্যান মুসলেহ উদ্দিন আহমেদ ও তাঁর স্ত্রী জেবুন্নেছা। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল দুদকের উপপরিচালক (মানি লন্ডারিং) মো. মাসুদুর রহমান আসামি মুজিবুল হক ও উপপরিচালক মো. সিফাত হাসান আসামি জিন্নাহ ও মোহসীনা এবং উপপরিচালক মেফতাহুল জান্নাত রিজেন্সির মুসলেহ উদ্দিন ও জেবুন্নেছার দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ চেয়ে আবেদন করেন দুদকের পক্ষে সরকারি কৌঁসুলি (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন।</span></span></span></span></span></p>