<p style="text-align:justify">দেশের পরিস্থিতি ও অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু। তিনি বলেন, দেশে আইন-শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। নির্বাচিত সরকার ছাড়া এ দেশের অবস্থার উন্নতি হবে না। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় শহরের মুনিরা বাসভবনে এক মতবিনিময়সভায় তিনি এমন মন্তব্য করেন। </p> <p style="text-align:justify">চাঁদপুরে কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক টিমের কার্যক্রমের অংশ হিসেবে দলকে সুসংগঠিত করতে জেলা বিএনপির ১৫টি ইউনিটের সভাপতি সাধারণ সম্পাদকের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়। </p> <p style="text-align:justify">বরকতউল্লা বুলু বলেন, ‘তারেক রহমানের ৩১ দফার বাইরে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। কেউ দখলদারি ও চাঁদাবাজি করলে বিএনপিতে তার জায়গা নেই।’</p> <p style="text-align:justify">তিনি বলেন, ‘দীর্ঘ ১৭ বছর নানা জেল-জুলুম, অন্যায়, নিপীড়ন, গুম, মামলা ও হাজার হাজার তাজা প্রাণ উৎসর্গের মধ্য দিয়ে এখন পর্যন্ত রাজপথ বিএনপির দখলে রয়েছে। ৬৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে, ২ হাজার গুম হয়েছে। হাজার হাজার মায়ের বুক বিনা অপরাধে খালি করেছে শেখ হাসিনা। ছাত্র-জনতার বিপ্লবে শেখ হাসিনার পলায়নের পর দেশ পরিচালনা করছে একটি সরকার।’</p> <p style="text-align:justify">সভায় জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্ল্যাহ সেলিমের পরিচালনা করেন।</p> <p style="text-align:justify">এসময় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান, জেলা বিএনপি শীর্ষ নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপির সভাপতি সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।</p>