<p>নির্ধারিত সময়ের মধ্যে সম্পদের হিসাব দাখিল না করার অভিযোগে করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।</p> <p>মঙ্গলবার (১৪ জানুয়ারি) তাকে গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হলে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ আদেশ দেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর গ্রেপ্তার" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/14/1736851324-c3e21fd5f3f86376965dcd368ad20283.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর গ্রেপ্তার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2025/01/14/1468596" target="_blank"> </a></div> </div> <p>আদালতে এস কে সুরের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. নাজমুল হোসেন তাকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। বিচারক মো. জাকির হোসেন তা মঞ্জুর করেন।</p> <p>আদালত সূত্র জানায়, এদিন বিকেলে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে এস কে সুরকে গ্রেপ্তার করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদের হিসাব না দেওয়ায় গত বছরের ২৩ ডিসেম্বর এস কে সুর চৌধুরী, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী এবং তাদের মেয়ে নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে মামলা করে দুদক।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৪৫৯ টাকা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/14/1736861625-c5109fd2136a7dd7d8bf377041db62c5.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৪৫৯ টাকা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2025/01/14/1468642" target="_blank"> </a></div> </div> <p>এর আগে ২০২৩ সালের ৩১ আগস্ট তিনজনের বিরুদ্ধে কর ফাঁকির মামলার তদন্তের অংশ হিসেবে ব্যাংকগুলোকে এস কে সুর এবং তার স্ত্রী ও কন্যার অ্যাকাউন্টের বিবরণী চেয়ে চিঠি দেয় দুদক।</p> <p>উল্লেখ্য, এস কে সুর চৌধুরী ২০১৮ সালের জানুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের পদ থেকে অবসরে যান। এরপর কেন্দ্রীয় ব্যাংকের উপদেষ্টার দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি অবসরে রয়েছেন।</p>