<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় কারাগারে পাঠানো হয়েছে বরিশাল সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল মালেককে। গতকাল মঙ্গলবার তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমান চৌধুরী। এর আগে গত সোমবার তাঁকে গ্রেপ্তার করে কোতোয়ালি মডেল থানার পুলিশ। আব্দুল মালেক বরিশাল আঞ্চলিক শিক্ষক সমিতির উপদেষ্টাও। কোতোয়ালি মডেল থানার থানার ওসি মো. মিজানুর রহমান জানান, নগরীর সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ে গত ৪ আগস্ট হামলা, ভাঙচুর, লুট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই ঘটনায় মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বাদী হয়ে মামলা করেন। মামলার আসামি সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেককে সোমবার রাতে সদর রোডের বাটার গলির বাসা থেকে গ্রেপ্তার করা হয়।</span></span></span></span></span></p>