<p style="text-align:justify">শীতের দাপটে কাবু দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। সেই সঙ্গে মেঘলা আকাশ ও ঘন কুয়াশায় ঢাকা পড়েছে চারপাশ। উত্তরের হিমেলা হাওয়া শীতের মাত্রা বাড়িয়েছে কয়েকগুণ। ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিশেষ করে বিপাকে পড়েছেন খেটেখাওয়া মানুষ। তীব্র ঠাণ্ডার কারণে কাজের জন্য বাইরে বের হতে পারছেন না। খরকুটো জ্বালিয়ে শীত নিবারণে চেষ্টা করছেন তারা। এ ছাড়া হাসপাতালে বেড়েছে ঠাণ্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা। </p> <p style="text-align:justify">আজ বুধবার সকাল ৯টায় পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল মঙ্গলবার সকাল ছয়টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চাঁপাইনবাবগঞ্জে ভটভটি উল্টে প্রাণ গেল চালকের" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/15/1736914461-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চাঁপাইনবাবগঞ্জে ভটভটি উল্টে প্রাণ গেল চালকের</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/01/15/1468858" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">তুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, হিমালয় পর্বতের কাছাকাছি হওয়ায় উত্তর-পশ্চিমাঞ্চল থেকে বয়ে আসা হিমেল হাওয়ার কারণে তীব্র ঠান্ডা অনুভুত হচ্ছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। আজ সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। সামনের দিকে তাপমাত্রা আরো কমতে পারে।<br />  </p>