<p>এবার দিনাজপুরে শীতের প্রতিনিয়ত ছন্দপতন ঘটছে। ধারাবাহিকতা নেই শীতের। পৌষের শেষে আজ বুধবার মাঘের প্রথম দিনে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে দিনাজপুর। সেই কুয়াশা শিশির হয়ে ঝড়ছে। </p> <p>অন্যান্যবার এ সময় শীতের প্রকোপ থাকলেও এবার কিন্তু তেমন শীত নেই। আজও দিনাজপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৮ ডিগ্রি সেলসিয়াস। তবে হিমেল বাতাস আর ঘন কুয়াশায় শীত অনুভূত হচ্ছে।</p> <p>গত শুক্রবার (১০ জানুয়ারি) দিনাজপুরে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। সেদিন মানুষ মনে করে ছিল এই বুঝি শৈত্যপ্রবাহ শুরু হয়ে গেল। কিন্তু পরেরদিন ১১ জানুয়ারি তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ ডিগ্রি সেলসিয়াস। যা গত ১৩ জানুয়ারি ১৩ ডিগ্রি এবং আজ ১৫ জানুয়ারী ১২.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে হঠাৎ করে আজ ঘন কুয়াশা ও হিমেল হাওয়া শুরু হয়েছে। আর এই শীতেই ছিন্নমূল মানুষের কষ্ট বেড়েছে। মানুষ কুণ্ডলি পাকিয়ে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। শীতবস্ত্র মেলেনি তাদের। </p> <p>বিরল থেকে কাজের সন্ধানে আসা আবুল হোসেন জানান, আজ হঠাৎ করেই শীত কুয়াশা ও ঠাণ্ডা বাতান শুরু হয়েছে। বৃষ্টির মত ঝিরঝির করে কুয়াশা পড়ছে। এতে করে শীত বেড়েছে। তাই কাজ পাওয়া যাচ্ছে না। হয়তো আজকে ফিরে যেতে হবে।</p> <p>সদর উপজেলার কিষাণ বাজার এলাকার ফরিদ হোসেন জানান, কুয়াশা ও হিমেল বাতাসের কারণে মাঠে কাজ করতে পারছেন না। এরকম শীত চলতে থাকলে রবিশস্য পরিচর্যা কিছুটা ব্যাহত হবে।</p> <p>দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, বুধবার দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৮ ডিগ্রি সেলসিয়াস। ২৪ ঘণ্টায় বাতাসের গড় গতিবেগ ছিল ঘণ্টায় তিন কিলোমিটার। বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। তিনি বলেন, মাঘ শুরু হয়েছে। কিছুটা শীত বাড়তে পারে।</p>