<p>বলিউডের বহুল প্রত্যাশিত চলচ্চিত্র ‘ধুম ৪’-এ এবার থাকছেন রণবীর কাপুর, এমনটাই নিশ্চিত করা হয়েছে ভারতীয় গণমাধ্যমে। যশ রাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়াও ধুমের চতুর্থ কিস্তির জন্য রণবীর কাপুরের ওপরই ভরসা রাখছেন। এর পর থেকেই ধুম ঘিরে ভক্তদের উন্মাদনা তুঙ্গে। তবে কবে আসছে বহুল প্রতীক্ষিত সিনেমাটি? সর্বশেষ তথ্য অনুসারে, ২০২৬ সালে সিনেমার শুটিং শুরু হবে। তবে কবে নাগাদ মুক্তি পাবে তা নিশ্চিত করেননি নির্মাতারা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মারা গেছেন ইনফ্লুয়েন্সার তনির স্বামী" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/15/1736926164-4c72a7c776e38603bb4a1c2e67980cc6.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মারা গেছেন ইনফ্লুয়েন্সার তনির স্বামী</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/15/1468899" target="_blank"> </a></div> </div> <p>জানা গেছে, ‘ধুম ৪’-এর শুটিং শুরু হতে হতে ২০২৬ সালের এপ্রিল মাস লেগে যাবে। সবে প্রি-প্রডাকশনের কাজ শুরু হয়েছে। সূত্রের খবর অনুসারে, ধুম ৪-এ রণবীরের লুক কেমন হবে তা নিয়ে এখনো পরীক্ষা-নিরীক্ষা চলছে। হাতের দুটো সিনেমা শেষ করে তারপর এতে হাত দেবেন রণবীর। এই সিনেমায় দুজন অভিনেত্রী থাকার কথা। সেখানে কাদের বাছা হবে, তা-ও চূড়ান্ত হয়নি। শোনা যাচ্ছে, দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় কোনো মুখকেই রণবীরের সঙ্গে টেক্কা দিতে দেখা যাবে পর্দায়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ক্যারিয়ারের সোনালি সময়েই হত্যা করা হয় মডেল তিন্নিকে" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/15/1736925299-ea3d09b3b2ec64ae19878712c7afce09.png" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ক্যারিয়ারের সোনালি সময়েই হত্যা করা হয় মডেল তিন্নিকে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/15/1468895" target="_blank"> </a></div> </div> <p>রণবীর কাপুর বর্তমানে নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ রামের ভূমিকায় অভিনয় করছেন। যেখানে তিনি সাই পল্লবী এবং যশের সঙ্গে অভিনয় করেছেন, যা ২০২৫ সালের দীপাবলিতে মুক্তি পাবে। এ ছাড়া তিনি সঞ্জয় লীলা বানসালি পরিচালিত রোমান্টিক ফিল্ম, ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং করছেন, যা ২০২৬-এর মার্চে মুক্তি পাবে। এতে আরো অভিনয় করছেন আলিয়া ভাট এবং ভিকি কৌশল। এই সিনেমা দুটির পরই ধুম মাচাতে নিজেকে প্রস্তুত করবেন রণবীর।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘আমার এখানে এসে ভণ্ডামি করছেন কেন’, কড়া জবাব শাবনূরের" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/15/1736921249-5aecb38e576fef52302e93ab561e973e.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘আমার এখানে এসে ভণ্ডামি করছেন কেন’, কড়া জবাব শাবনূরের</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/15/1468884" target="_blank"> </a></div> </div> <p>২০০৪ সালে যশরাজ ফিল্মসের অন্যতম ফ্র্যাঞ্চাইজি ‘ধুম’-এর যাত্রা শুরু। এরপর ২০০৬ সালে ‘ধুম ২’ ও ২০১৩ সালে ‘ধুম ৩’ মুক্তি পেয়েছে। প্রতিটি সিনেমাই ব্যাপক ব্যবসা সফল। ধুমে নায়কই মূলত খলনায়ক হিসেবে হাজির হন। আগের কিস্তিগুলোতে খলনায়করাই ছিলেন আলোচনার কেন্দ্রে। জন আব্রাহাম, হৃতিক রোশান ও আমির খানদের পর এবার রণবীর হচ্ছেন ‘ধুম’ সিরিজের নতুন খলনায়ক। তাই রণবীরভক্তরা মুখিয়ে রয়েছেন রণবীরের ধুম দেখতে।</p>