<p>আজ সন্ধ্যার পর থেকে আবারও বাংলাদেশে ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহ শুরু হতে যাচ্ছে। এই পরিস্থিতি কমপক্ষে ৩ থেকে ৫ দিন স্থায়ী হতে পারে।</p> <p>কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ের পিএইচডি গবেষক এবং আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, আজ বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যার পর থেকে রংপুর এবং রাজশাহী বিভাগের জেলাগুলোর ওপর কুয়াশা প্রবেশ শুরু হবে। আগামীকাল বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল থেকে এই দুই বিভাগের জেলা কুয়াশার চাদরে ঢাকা পড়তে পারে, যার ফলে দুপুর ১২টার আগে সূর্যের আলো দেখা যাওয়ার সম্ভাবনা কম।</p> <p>এ ছাড়া বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা এবং ময়মনসিংহ বিভাগের জেলাগুলোও কুয়াশার চাদরে ঢেকে যাবে। শুক্রবার সকালে পুরো দেশের বিভিন্ন অঞ্চলে ঘন কুয়াশা এবং শৈত্যপ্রবাহের অবস্থা দেখা যেতে পারে। এ পরিস্থিতি ৩ থেকে ৫ দিন পর্যন্ত স্থায়ী থাকতে পারে, তাই সবাইকে সতর্ক থাকার এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।</p>