<p>বয়স ৩৩ বছর। চাইলে আরো কয়েক বছর প্রথম শ্রেণির ক্রিকেট খেলতে পারতেন জেমস ভিন্স। সে ইচ্ছা হয়তো ছিল ইংল্যান্ডের ব্যাটারের। কিন্তু বাধা হয়ে দাঁড়াল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলশ ক্রিকেট বোর্ডের (ইসিবি) নতুন শর্ত। তাই অনেকটা বাধ্য হয়েই লাল বলের ক্রিকেটকে বিদায় জানালেন তিনি।</p> <p>গত নভেম্বরে ইসিবি নিয়ম করে, ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট চলাকালীন সময় আইপিএল ছাড়া অন্য বিদেশি লিগগুলোয় খেলতে চাইলে অনাপত্তিপত্র দেবে না। এমন ঘোষণার পর ক্রিকেটাররা প্রতিবাদ জানালে শর্ত কিছুটা শিথিল করে বলে, ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে চাইলে লাল বলের চুক্তি থেকে নিজেদের সরিয়ে নিতে হবে।</p> <p>সেই নিয়ম অনুযায়ীই আজ হ্যাম্পশায়ারের সঙ্গে লাল বলের চুক্তি বাতিল করেছেন ভিন্স। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে ওপেনার বলেছেন, ‘হ্যাম্পশায়ারকে ভালোবাসি। ১৬ বছর ধরে এটা আমার ক্লাব ও ঘর। তাই আমি চাইব দলের হয়ে টি-টোয়েন্টিতে নিজের সেরাটা দেওয়ার। আশা করি, সামনেও (দ্য ব্লাস্ট) সাফল্য পাব। এ ছাড়া আমাকে বুঝতে হবে আমার পরিবারের জন্য কোনটা উত্তম এবং ক্যারিয়ারের যে পর্যায়ে আছি তার সঙ্গেও সমন্বয় করে দেখতে হবে।’</p> <p>গত ৯ মৌসুম ধরে হ্যাম্পশায়ারের অধিনায়কত্ব করে আসছিলেন ভিন্স। এবার তার অবসান হলো। সঙ্গে সব মিলিয়ে ২১৬ ম্যাচের প্রথম শ্রেণির ক্রিকেট যাত্রাও থেমে গেল। ২০০৯ সালে অভিষেক হওয়া ব্যাটার দীর্ঘ ক্যারিয়ারে ৩০ সেঞ্চুরি ও ৫৮ ফিফটিতে রান করেছেন ১৩৩৪০। গড় ৬২.৫৩। লাল বল থেকে অবসর নিলেও ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টিতে খেলবেন তিনি।</p> <p>এতে পিএসএলে করাচি কিংসের হয়ে খেলতে আর বাধা থাকছে না ভিন্সের। এখন দেখার বিষয় তার মতোই পথ দেখবেন কি না পেশোয়ার জালমির হয়ে চুক্তি করা ইংল্যান্ডের আরেক ব্যাটার টম কোহলার-ক্যাডমোর। সমারসেটের সঙ্গে চুক্তি রয়েছে ৩০ বছর বয়সী ব্যাটারের।</p>