<p>সাভারে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ পরিচয়ে ৬০ ড্রাম সয়াবিন তেলভর্তি একটি ট্রাক লুট করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) ঢাকা-আরিচা মহাসড়কের সালেহপুর সেতুর কাছে মাসুদ বডি বিল্ডার্স ওয়ার্কশপের সামনে এই ঘটনা ঘটে। এ সময় চালকের সহযোগীকেও অচেতন করে নিয়ে যায় ডাকাতরা।</p> <p>এদিকে বিভিন্ন স্থানে খোঁজ করেও তেলভর্তি ট্রাক ও হেলপারের কোনো খোঁজ না পেয়ে বিষয়টি জানিয়ে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী টিটু সাহা।</p> <p>মানিকগঞ্জের ঘিওর এলাকার ব্যবসায়ী ঝন্টু সাহা অ্যান্ড সন্সের মালিক ভুক্তভোগী টিটু সাহা বলেন, ট্রাকে ২৫ লাখ টাকা মূল্যের ৬০ ড্রাম সয়াবিন তেল ছিল।</p> <p>তিনি আরো জানান, চালকের সঙ্গে থাকা ১৬ হাজার টাকা, দুটি স্মার্ট ফোন, তেলভর্তি ট্রাকটি হেলপারসহ ডাকাতি করে নিয়ে যায়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে লুট হওয়া তেল, গাড়িসহ হেলপারের কোনো সন্ধান পাওয়া যায়নি।</p> <p>ট্রাকচালক আমিনুল ভুঁইয়া বলেন, ‘আমরা গতকাল রাতে মেঘনা মিল থেকে সয়াবিন তেল লোড করে মানিকগঞ্জের উদ্দেশে রওনা হই। ভোর ৪টার দিকে আমরা ঢাকা-আরিচা মহাসড়কের সালেহপুর ব্রিজে পৌঁছালে ডিবি পুলিশ পরিচয়ে একটি মাইক্রোবাস আমাদের গতিরোধ করে।’ </p> <p>তিনি আরো বলেন, ‘পরে আমাদের গাড়ির কাগজ চায় তারা। গাড়ির কাগজ বের করে দিলে ৮-১০ জন এসে দেশীয় অস্ত্র ঠেকিয়ে হেলপারসহ ট্রাকটি লুট করে নিয়ে যায়। এখন পর্যন্ত হেলপারের কোনো খোঁজ পাওনা যায়নি।’</p> <p>সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, ‘এখন পর্যন্ত তেলের ট্রাক লুট হওয়ার কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’</p>