<p>নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, আগামী ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতে পারে। ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম চলমান রয়েছে।</p> <p>বুধবার (১৫ জানুয়ারি) খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান। </p> <p>মতবিনিময়সভায় সানাউল্লাহ বলেন, চলতি বছরের ডিসেম্বর থেকে শুরু করে আগামী বছর (২০২৬) সালের জুনের মধ্যে নির্বাচন হতে পারে, এমনি ধরে নিয়ে এক ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর পরও রাজনৈতিক দলগুলোর মতামতের ওপর ভিত্তি করেই নির্বাচন করা হবে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="১২ বছর পর কারামুক্ত ডেসটিনির রফিকুল" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/15/1736947560-de615337befc67b201a0eea9c84c4fc6.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>১২ বছর পর কারামুক্ত ডেসটিনির রফিকুল</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2025/01/15/1469013" target="_blank"> </a></div> </div> <p>নির্বাচন কর্মকর্তাদের উদ্দেশে ইসি বলেন, ‘আপনারা সততা ও নিষ্ঠার সাথে জনগণের ভোটার হওয়ার বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করুন। কোনো প্রকার পক্ষপাতিত্ব না করে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা আবশ্যক। সেই সাথে ভোটার হওয়ার যোগ্য ব্যক্তিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে উৎসাহ দিতে হবে। নারীরা যেন তাদের বিভিন্ন নাগরিকসেবা থেকে বঞ্চিত না হয় সেজন্য নারীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে বিশেষ নজর দিতে হবে। একই সঙ্গে দেশের একজন নাগরিক হিসেবে ভোটার হওয়ার গুরুত্বের দিকটি সবাইকে জানাতে হবে।’</p> <p>ভোটার তালিকা করা এবং এর সংরক্ষণ করা আমাদের দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, ‘ব্যক্তি যাতে নিয়ম অনুযায়ী ভোট প্রদান করতে পারে সে জন্য সঠিক ভোটার তালিকা করা আপনার আমার সবার কর্তব্য। কারণ একটি ভোটের মাধ্যমে নির্বাচনে জয়-পরাজয় নির্ধারিত হতে পারে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="লোকসানে ঋণগ্রস্ত চাষি, ক্ষোভে ঘর ছাড়লেন স্ত্রী" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/15/1736947054-bb174426b7e80b9cc486da8312c1844e.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>লোকসানে ঋণগ্রস্ত চাষি, ক্ষোভে ঘর ছাড়লেন স্ত্রী</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/01/15/1469011" target="_blank"> </a></div> </div> <p>মতবিনিময়সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ, খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবির ও পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।</p>