নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, 'ভোটার নিবন্ধন প্রক্রিয়ার চ্যালেঞ্জ একটাই। সেটা হলো মনকে ঠিক করা। উদ্দেশ্য মহৎ থাকলে চ্যালেঞ্জ কোনো কিছু না। আমানতের খেয়ানতকারীর অবস্থান জাহান্নাম।
স্বচ্ছ ভোটার তালিকা ১৮ কোটি মানুষের আমানত : নির্বাচন কমিশনার
নারায়ণগঞ্জ প্রতিনিধি

আজ সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এক বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন নির্বাচনী প্রক্রিয়ায় আইসিটি ব্যবহারে নির্বাচন কমিশন সচিবালয়ের সক্ষমতা বৃদ্ধি (সিবিটিইপি) প্রকল্প কর্তৃক আয়োজিত "ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ উত্তরণের উপায়" শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
নির্বাচন কমিশনার বলেন, 'জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, তাদের দেশপ্রেম কমিটমেন্ট দেখে আমরা অভিভূত। তারা নির্ভেজাল গণতন্ত্র চায়।'
নারায়ণগঞ্জ প্রসঙ্গে তিনি বলেন, 'নারায়ণগঞ্জের বৈশিষ্ট্য ভিন্নরকম। এখানে সব ধরনের লোক রয়েছে।
তিনি আরো বলেন, 'মানসিক শক্তি সৎ উদ্দেশ্য সিনসিয়ারিটি থাকলে নির্ভেজাল ভোটার লিস্ট করা সম্ভব। ভুল এমনি এমনি হয় না। এর জন্য কেউ না কেউ দায়ী। এনআইডি নিয়ে বিগত দিনে অনেক বদনাম আছে।
ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, এনআইডি মহাপরিচালক হুমায়ুন কবির, নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব আলী নেওয়াজ, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হক, জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার প্রমুখ।
সম্পর্কিত খবর

ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল
নারায়ণগঞ্জ প্রতিনিধি

ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি শহরের ডিআইটি মসজিদের সামনে থেকে শুরু করে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমির আবদুল জব্বারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নায়েবে আমির আব্দুল কাইউম, সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি জামাল হোসাইন, এইচএম নাসির হোসাইন ও প্রচার সম্পাদক হাফেজ আব্দুল মোমিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সংক্ষিপ্ত সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমির আবদুল জব্বার বলেন, একজন মুসলমান হিসেবে আমি অত্যন্ত বিক্ষুব্ধ এবং অত্যন্ত শোকাহত। এই সময়ে ইসরাইল বাহিনী ফিলিস্তিনের সঙ্গে যুদ্ধ বিরতি চুক্তি ভঙ্গ করে শত শত নারী-পুরুষ ও শিশুকে নির্বিচারে হত্যা করছে। আমরা ঘরে বসে থাকতে পারি না। সেজন্য আমরা নারায়ণগঞ্জে শোকাহত হয়ে ইসরাইল বাহিনীর বর্বর হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
তিনি আরো বলেন, প্রয়োজনে আমেরিকাসহ যারা ইসরাইলকে ইন্ধন দিচ্ছে তাদের সঙ্গে বাংলাদেশের সমস্ত সম্পর্ক ছিন্ন করতে হবে। আমরা বাংলাদেশ থেকে বলতে চাই, দ্রুততম সময়ে ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করতে হবে। সরকারকে বলতে চাই, বাংলাদেশ থেকে রেড ক্রিসেন্টের মাধ্যমে চিকিৎসা এবং প্রয়োজনীয় খাদ্য সরবরাহ করে ফিলিস্তিনি মানুষের সঙ্গে একাত্মতা ঘোষণা করতে হবে।

নান্দাইল
ইফতার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পৌর বিএনপির আহ্বায়ককে অব্যাহতি
আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ

ময়মনসিংহের নান্দাইলে ইফতার অনুষ্ঠানকে ঘিরে দুই পক্ষের সংঘর্ষের পর পৌর বিএনপির আহ্বায়ককে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (২০ মার্চ) ভোরে বিএনপির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
আজ বৃহস্পতিবার ভোরে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (বিএনপি) নামের ভেরিফায়েড ফেসবুক পেজে দলের যুগ্ম মহাসচিব আ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত একটি বহিষ্কারাদেশ প্রকাশ করা হয়।
ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংঘাত সৃষ্টি ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার কারণে ময়মনসিংহ উত্তর জেলাধীন নান্দাইল পৌর বিএনপির আহ্বায়ক এ এফ এম আজিজুল ইসলাম ওরফে পিকুলকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
জানা যায়, গত ১৩ ফেব্রুয়ারি নান্দাইল উপজেলা ও পৌর বিএনপির ১০২ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন হওয়ার পর দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। পদবঞ্চিতরা প্রায় প্রতিদিনই মিছিল-মিটিং করে কমিটি বাতিলের দাবি জানিয়ে আসছিলেন।
জানতে চাইলে দল থেকে অব্যাহতি পাওয়া আজিজুল ইসলাম পিকুল কালের কণ্ঠকে বলেন, ‘এখনো জানি না আমি অব্যাহতি পেয়েছি।
গতকাল বুধবার (১৯ মার্চ) নান্দাইল পৌর এলাকার শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ মাঠে ইফতার মাহফিলের আয়োজন করে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি। অপর দিকে ওই স্থানেই পাল্টা ইফতার মাহফিল আয়োজনের কথা জানায় স্থানীয় বিএনপির পদবঞ্চিত নেতাকর্মীদের একটি পক্ষ। এতে দুই পক্ষের মধ্যে থেমে থেমে উত্তেজনা চলছিল।

মহেশখালী
কোস্ট গার্ড ও সন্ত্রাসীদের গুলি বিনিময় : গুলিবিদ্ধ হয়ে লবণ চাষির মৃত্যু
বিশেষ প্রতিনিধি, কক্সবাজার

কক্সবাজারের মহেশখালীতে অভিযান পরিচালনা করার সময় কোস্ট গার্ড ও সন্ত্রাসীদের মধ্যে গুলি বিনিময় হয়েছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে শফি আলম (৩৩) নামের এক লবণ চাষি নিহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার (২০ মার্চ) সকাল সাড়ে ১১টায় মহেশখালী উপজেলার কালারমার ছড়া ইউনিয়নের চিকনীপাড়া-ঝাপুয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শফি আলম চিকনিপাড়ার নজির আহমেদের ছেলে।
এ বিষয়ে মহেশখালী থানার ওসি কাইছার হামিদ জানান, মহেশখালী হাসপাতালে গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ খবর শুনে হাসপাতালে পুলিশ গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে। তবে তাকে কে বা কারা গুলি করেছে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। কোস্ট গার্ডের পক্ষ থেকেও পুলিশকে কিছু জানানো হয়নি।
নিহত শফি আলমের ভাই মনিরুল আলম জানান, সন্ত্রাসী ও কোস্ট গার্ডের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়াসহ গুলি বিনিময় হয়েছে বলে শুনেছেন তিনি। এ সময় গুলিবিদ্ধ হয়ে তার ভাই মারা গেছেন বলে জানতে পারেন।

ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ
কুমিল্লা (উত্তর) প্রতিনিধি

ফিলিস্তিনে মুসলমানদের ওপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুমিল্লা মহানগরী জামায়াতে ইসলামী। আজ বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে বিক্ষোভ মিছিলটি কুমিল্লা টাউন হল মাঠ থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ মোসলেহ উদ্দিন।
এর আগে টাউন হল মাঠে এক প্রতিবাদ সমাবেশে জামায়াতের বক্তারা বলেন, মানবতার দুশমন ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে ১৮ মার্চ গাজায় ইতিহাসের নিকৃষ্টতম বিমান হামলা চালিয়ে শিশুসহ চার শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে।
বক্তারা আরো বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৫ সালের ১৯ জানুয়ারি পর্যন্ত চলা ১৬ মাসে ইসরায়েল ১৮ হাজারেরও বেশি শিশুসহ ৪৮ হাজার ২০০ জনেরও বেশি নিরপরাধ বেসামরিক নাগরিককে শহীদ করেছে। এ ছাড়া ১ লাখ ১১ হাজারেরও বেশি মানুষকে আহত করেছে।
সমাবেশে বক্তব্য দেন মহানগর জামায়াতের নায়েবে আমির অধ্যাপক এমদাদুল হক মামুন, মহানগর জামায়াতের সেক্রেটারি মো. মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, নাছির আহমেদ মোল্লা, মোশারফ হোসেন, মহানগরী শিবিরের সভাপতি হাসান কুবি প্রমুখ।