ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
শেয়ার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪
ছবি : কালের কণ্ঠ

চট্টগ্রামের মীরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র এবং প্রাইভেট কারসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (২০ মার্চ) রাত ১টার দিকে উপজেলার নিজামপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার চার আসামিসহ অজ্ঞাত তিনজনের নামে মামলা রুজুর পর তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো পড়ুন
বেলকুচিতে মাদরাসা ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেলকুচিতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

 

গ্রেপ্তাররা হলেন- ফেনী জেলার লেমুয়া ইউনিয়নের দক্ষিণ চানপুর গ্রামের মৃত হরেন্দ্র দেবনাথের ছেলে বিমল দেবনাথ (৪৫), সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের গোলাবাড়িয়া এলাকার জসিম উদ্দিনের ছেলে শাহীন উদ্দিন জাফর (২৫), নোয়াখালী জেলার হাতিয়া থানার শূন্যেচর এলাকার মৃত নুর ইসলামের ছেলে নুর নবী (৩৫), কুমিল্লা জেলার বাহ্মণপাড়া থানার ষাটশলা এলাকার ফুল মিয়ার ছেলে সাব্বির হোসেন (২১)।

এ সময় তাদের কাছ থেকে দুটি ছুরি, একটি লোহার পাত, দুটি প্লাস্টিকের বাঁটযুক্ত কাটার ব্লেড, একটি কালো রঙের স্টিলের ফ্রেমসহ হ্যাকসো ব্লেড, দুটি স্টিলের এমএস পাইপ এবং একটি সাদা টয়োটা প্রাইভেট কার জব্দ করা হয়।

আরো পড়ুন
ছোট বোনকে ২ মাস ধরে ধর্ষণ, মায়ের মামলায় বড় ভাই গ্রেপ্তার

ছোট বোনকে ২ মাস ধরে ধর্ষণ, মায়ের মামলায় বড় ভাই গ্রেপ্তার

 

মীরসরাই থানার ওসি আতিকুর রহমান জানান, নিজামপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে থানার একটি আভিযানিক টিম ডাকাতদলকে হাতেনাতে ধরে। গ্রেপ্তার চার আসামিসহ অজ্ঞাত তিনজনের নামে মামলা রুজু করে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। মহাসড়কে ডাকাত দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য

সম্পর্কিত খবর

বকেয়া বেতন-বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
শেয়ার
বকেয়া বেতন-বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
টঙ্গীতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ। ছবি : কালের কণ্ঠ

গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় বকেয়া বেতন ও বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা। আজ রবিবার (২৩ মার্চ) সকাল ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত দেড়ঘণ্টা তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

আরো পড়ুন

দুর্ঘটনায় ভাইয়ের মৃত্যু, শোকে চলে গেলেন বড় বোনও

দুর্ঘটনায় ভাইয়ের মৃত্যু, শোকে চলে গেলেন বড় বোনও

 

শিল্প পুলিশ ও কারখানার শ্রমিকরা জানান, টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন পরিশোধ করা হয়নি। কারখানা কর্তৃপক্ষ একাধিকবার তারিখ দিয়েও বেতন পরিশোধ করেনি।

এরপর গত ১১ মার্চ হঠাৎ কারখানা বন্ধের নোটিশ ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ। বেতন না দিয়ে কারখানা বন্ধের ঘোষণা দেওয়ায় এক পর্যায়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। ওই সময় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরো পড়ুন

বিএনপিতে সন্ত্রাসী-চাঁদাবাজদের ঠাঁই নেই : ব্রাহ্মণবাড়িয়ায় নেতারা

বিএনপিতে সন্ত্রাসী-চাঁদাবাজদের ঠাঁই নেই : ব্রাহ্মণবাড়িয়ায় নেতারা

 

এদিকে শ্রমিকদের দাবি মেনে না নেওয়ায় আজ সকাল থেকে বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

এতে ওই সড়কের উভয়দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন মহাসড়কে চলাচলকারীরা।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে কারখানার সামনে নিয়ে যায়। পরে সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্প পুলিশ ২-এর পরিদর্শক ইসমাইল হোসেন কালের কণ্ঠকে বলেন, 'এই কারখানার শ্রমিকরা গত কয়েকদিন আগে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে ২০ মার্চের মধ্যে বেতন দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। গতকাল শ্রমিকরা কাজ না করার ঘোষণা দিলে ‘নো ওয়ার্ক নো পে’ ঘোষণা করে কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। 

আরো পড়ুন

ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু

ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু

 

এরপর আজ রবিবার সকাল ৭টা থেকে শ্রমিকরা বেতন ও ঈদ বোনাসের দাবিতে ফের বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে কারখানার সামনে নেন।

পরে সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এখন শ্রমিকদের দাবির বিষয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে।'

মন্তব্য

দুর্ঘটনায় ভাইয়ের মৃত্যু, শোকে চলে গেলেন বড় বোনও

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
শেয়ার
দুর্ঘটনায় ভাইয়ের মৃত্যু, শোকে চলে গেলেন বড় বোনও

আপন ছোট ভাইয়ের লাশ দেখতে এসে বড় বোনেরও মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় চলছে শোকের মাতম। বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায় শনিবার (২২ মার্চ) এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, শনিবার (২২ মার্চ) দুপুরের দিকে বাবুগঞ্জের রহমতপুর মীরগঞ্জ সড়কের বকুলতলা নামক স্থানে আব্দুস সাত্তার খান মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন।

এ সময় তাকে তার স্বজনরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রওনা হন। তবে পথিমধ্যে আহত আব্দুস সাত্তার খানের মৃত্যু হয়। 

আরো পড়ুন
বিএনপিতে সন্ত্রাসী-চাঁদাবাজদের ঠাঁই নেই : ব্রাহ্মণবাড়িয়ায় নেতারা

বিএনপিতে সন্ত্রাসী-চাঁদাবাজদের ঠাঁই নেই : ব্রাহ্মণবাড়িয়ায় নেতারা

 

পরে তার লাশ উপজেলার ক্ষুদ্রকাঠীর গ্রামের বাড়িতে আনা হয়। অন্যান্য স্বজনদের মতো তার বড় বোন লুৎফুন্নেসা বকুল বেগমও আসেন ভাইয়ের মৃত্যুর সংবাদ পেয়ে।

শনিবার সন্ধ্যার দিকে ছোট ভাইয়ের বাড়িতে এসে ভাইয়ের লাশ দেখে চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়েন লুৎফুন্নেসা। ভাই হারানোর শোকে ঘটনাস্থলেই হার্ট অ্যাটাকে মৃত্যু হয় তার। একই পরিবারে ভাইয়ের মৃত্যুর সংবাদে বোনের মৃত্যুর এমন ঘটনায় এলাকায় চলছে শোকের মাতম। 

আরো পড়ুন
ঈদের আগে-পরে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধ

ঈদের আগে-পরে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধ

 

আব্দুস সাত্তার খান বাবুগঞ্জ উপজেলার ক্ষুদ্র কাঠী এলাকায় অবস্থিত মেসার্স খান ব্রিকসের স্বত্তাধিকারী ছিলেন।

তার বড় বোন লুৎফুন্নেসা বকুল উপজেলার খানপুরা গ্রামের মৃত আনসার আলী মোল্লার স্ত্রী এবং রাশেদ খান মিলন মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলামের মা।

মন্তব্য

সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে, তদন্তে কমিটি

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট প্রতিনিধি
শেয়ার
সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে, তদন্তে কমিটি
সুন্দরবনে আগুনের ফাইল ছবি: বিষ্ণু প্রসাদ চক্রবর্তী

বাগেরহাটের সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের কলমতেজী টহল ফাঁড়ির কাছে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। রবিবার সকালে সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মাদ নুরুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। অগ্নিকাণ্ডের কারণ ও করণীয় জানতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বন বিভাগ।

আগুন নিয়ন্ত্রণের তথ্য নিশ্চিত করে শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাবি আলম জানিয়েছেন, বনের ৯০ শতাংশ আগুন নিভে গেছে।

ধোঁয়া দেখে সেসব জায়গায় পানি দেওয়া হচ্ছে। আজকের ভেতর আগুন সম্পূর্ণভাবে নিভে যাবে। 

এর আগে শনিবার সন্ধ্যায় অভিযান স্থগিত করে চলে যান ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে রাতভর নিজস্ব পাম্প ও পাইপ লাইনের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে কাজ করে বন বিভাগ।

আগুন নিয়ন্ত্রণে বনরক্ষী ও বন কর্মকর্তাদের সঙ্গে স্থানীয় অর্ধশতাধিক স্বেচ্ছাসেবক রাতভর কাজ করেন। রবিবার সকাল থেকে ফের ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এদিকে অগ্নিকান্ডের কারণ ও করণীয় জানতে চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দ্বীপন চন্দ্র দাসকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে কমিটিকে।

 

এর আগে, শনিবার সকালে কলমতেজী ফরেস্ট টহল ফাঁড়ির কাছের বন এলাকায় আগুন লাগে। তবে পানির উৎসের অভাবে অগ্নিনির্বাপণ কাজ কঠিন হয়ে পড়ে। দুপুরে স্থানীয়দের সঙ্গে নিয়ে আগুন লাগার স্থান শনাক্ত ও নির্বাপণের চেষ্টা করে বন বিভাগ। বিকেলের দিকে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

প্রাসঙ্গিক
মন্তব্য

বিএনপিতে সন্ত্রাসী-চাঁদাবাজদের ঠাঁই নেই : ব্রাহ্মণবাড়িয়ায় নেতারা

আঞ্চলিক প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
আঞ্চলিক প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
শেয়ার
বিএনপিতে সন্ত্রাসী-চাঁদাবাজদের ঠাঁই নেই : ব্রাহ্মণবাড়িয়ায় নেতারা
ছবি: কালের কণ্ঠ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাত্র দুইদিন আগেও যখন যুবদলের সদস্য সচিব আবু কাউছারের বিরুদ্ধে গণমাধ্যমে চাঁদাবাজির অভিযোগে একাধিক সংবাদ প্রকাশিত হয়, ঠিক তখনই 'বিএনপিতে কোনো চাঁদাবাজের ঠাঁই নেই এবং ভবিষ্যতে চাঁদাবাজদের ঠাঁই হবে না' বলে কঠোর হুঁশিয়ারী উচ্চারণ করে বক্তব্য দিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক এডভোকেট এম এ মান্নান।

আরো পড়ুন
ভারতের দেওয়া তথ্য শেখ হাসিনা উপেক্ষা করেছিলেন : জয়শঙ্কর

ভারতের দেওয়া তথ্য শেখ হাসিনা উপেক্ষা করেছিলেন : জয়শঙ্কর

 

শনিবার (২২ মার্চ) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর মহিলা কলেজ প্রাঙ্গণে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি আয়োজিত এক ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি হুঁশিয়ারী দিয়ে এসব কথা বলেন।

এসময় তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, 'বিএনপিতে যদি কোনো চাঁদাবাজ কিংবা সন্ত্রাসীর খবর আপনারা খুঁজে পান, তাহলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন। আমি তাৎক্ষণিক উদ্যোগ নিয়ে সাংগঠনিকভাবে সেইসব চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেব ইনশাল্লাহ।

'

আরো পড়ুন
গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল কলেজছাত্রের

গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল কলেজছাত্রের

 

পরে কালের কণ্ঠের পক্ষ থেকে নবীনগর উপজেলার বাঙ্গরা বাজারে সওজের যাত্রী ছাউনী দখল করে সেখানে উপজেলা যুবদলের সদস্য সচিব আবু কাউছারের চাঁদাবাজি নিয়ে গণমাধ্যমে যে সংবাদ প্রকাশ হয়েছে, সে বিষযে তাঁর দৃষ্টি আনলে তিনি বলেন, 'বিষয়টি আমি শুনেছি। তদন্ত করা হচ্ছে, সত্যতা পেলে প্রযোজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।' তবে সাংবাদিকদের সব সংবাদে ইদানিং সঠিক তথ্য থাকে না বলেও তিনি অভিযোগ করেন।

আরো পড়ুন
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু

ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু

 

এ বিষয়ে অভিযুক্ত যুবদল নেতা আবু কাউছার কালের কণ্ঠকে বলেন, 'বাঙ্গরা বাজারে যাত্রী ছাউনী নিয়ে আমার বিরুদ্ধে করা চাঁদাবাজির অভিযোগের কেও প্রমাণ দিতে পারলে, রাজনীতি নিজে থেকেই ছেড়ে দেব।

এসব সস্পূর্ণ অপপ্রচার। মূলত রাজনৈতিকভাবে আমাকে ঘায়েল করতে একটি চক্র আমার বিরুদ্ধে এসব মিথ্যা সংবাদ মিডিয়ায় প্রচার করেছে। আমি এসব মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।'

শনিবারের ইফতার মাহফিলে জেলা বিএনপির আহবায়ক এডভোকেট এম এ মান্নানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেনের উপস্থাপনায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল করিম।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন ভূঁইয়া শিশির, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাসুদুল হক মাসুদসহ জেলা এবং উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে এক পর্যায়ে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য হাজী কবির আহমেদ ভূঁইয়া। এ সময় নবীনগর উপজেলা বিএনপি, পৌর বিএনপি ছাড়াও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ